ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নাদিমের ১৫ বছরের অপেক্ষা ফুরাল ১৪ ঘণ্টায়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৪, ১৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাদিমের ১৫ বছরের অপেক্ষা ফুরাল ১৪ ঘণ্টায়

প্রথম দুই টেস্টের স্কোয়াডেই ছিলেন না। কুলদীপ যাদবের চোটে শুক্রবায় সন্ধ্যায় রাঁচি টেস্টের ভারত দলে অন্তর্ভুক্ত করা হয় শাহবাজ নাদিমকে।

সন্ধ্যা সাতটার দিকে যখন দলে ডাক পাওয়ার খবরটা পেলেন, নাদিম তখন কলকাতায়। পরশু বেঙ্গালুরুতে বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলে সবে কলকাতায় এসেছেন। ১৪ ঘণ্টা পর তার হাতে টেস্ট ক্যাপ তুলে দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। একদিনের মধ্যে খুলে গেল টেস্টের দরজা। যেন স্বপ্নের মতো!

শনিবার মহেন্দ্র সিং ধোনির শহর রাঁচিতে টেস্ট অভিষেক হয়েছে আরেক ‘লোকাল বয়’ নাদিমের। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের ১৫ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেলেন ৩০ বছর বয়সি বাঁহাতি এই স্পিনার।  

২০০৪ সালে ঝাড়খণ্ডের হয়ে নাদিমের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক। ঘরোয়া ক্রিকেট ও ভারত ‘এ’ দলের সেরা পারফরমারদের একজন তিনি। ১১০ প্রথম শ্রেণির ম্যাচে নিয়েছেন ৪২৪ উইকেট। ইনিংসে পাঁচ উইকেট ১৯ বার, ম্যাচে ১০ উইকেট পাঁচবার। ব্যাট হাতে আছে একটি সেঞ্চুরিও।

২০১৫ ও ২০১৭ সালে তিনি রঞ্জি ট্রফির দুই মৌসুমে ১০৭ উইকেট নিয়ে জাতীয় দলের দরজায় কড়া নাড়তে শুরু করেন। ২০১৫-১৬ মৌসুমে নেন ৫১ উইকেট, ২০১৬-১৭ মৌসুমে ছাড়িয়ে যান সেই সংখ্যা, নেন ৫৬ উইকেট। রঞ্জির পরপর দুই মৌসুমে পঞ্চাশ উইকেট নেওয়া মাত্র দ্বিতীয় বোলার তিনি।

গত ফেব্রুয়ারিতে ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দুই ম্যাচে নেন ৭ উইকেট। জুলাইয়ে ‘এ’ দলের পরের সফরে ওয়েস্ট ইন্ডিজে দুই ম্যাচে নেন ১৫ উইকেট। সেই ফর্ম টেনে আনেন গত মাসে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষেও, দুই ম্যাচে নেন ৮ উইকেট।

নাদিমের লিস্ট ‘এ’ ক্রিকেট পরিসংখ্যানও মন্দ নয়। ১০৬ ম্যাচে নিয়েছেন ১৪৫ উইকেট। গত বছর বিজয় হাজারে ট্রফির এক ম্যাচে ১০ রানে নিয়েছিলেন ৮ উইকেট।যেটি লিস্ট ‘এ’ ক্রিকেটে সেরা বোলিংয়ের বিশ্ব রেকর্ড

আইপিএলে খেলেছেন দিল্লি ডেয়ারডেভিলস ও সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে। যেখানে ৪২ ম্যাচে নিয়েছেন ৬৪ উইকেট।

গত বছর তিনি দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য জাতীয় দলে ডাক পেয়েছিলেন। তবে ম্যাচ খেলার সুযোগ পাননি। এবার টেস্ট দলে ডাক পেয়েই হয়ে গেল স্বপ্নের অভিষেক।

** ‘প্রক্সি’তেও টস ভাগ্য ফিরল না প্রোটিয়াদের

 

ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়