ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

চ্যাম্পিয়নস লিগে গোল উৎসবের রাত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১২, ২৩ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চ্যাম্পিয়নস লিগে গোল উৎসবের রাত

কিলিয়ান এমবাপে

চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার রাতে ম্যাচ হয়েছে আটটি। আর এই আট ম্যাচে গোল হয়েছে মোট ৩০টি।

পাঁচটি করে গোল করেছে তিন দল। হ্যাটট্রিক করেছেন দুইজন ফুটবলার, ছয়জন করেছেন দুটি করে গোল।

এমবাপে-স্টার্লিংয়ের হ্যাটট্রিক

পিএসজির হয়ে ক্লাব ব্রুজের মাঠে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে হ্যাটট্রিক করেছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। ২০০৮ সালে ভিয়ারিয়ালের জোসেবা লরেন্তের পর এই প্রথম কোনো খেলোয়াড় বদলি হিসেবে নেমে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে কমপক্ষে তিন গোল করলেন।

নিজেদের মাঠে আতালান্তার হয়ে হ্যাটট্রিক করেছেন ম্যানচেস্টার সিটির রাহিম স্টার্লিং। ৫৮ থেকে ৬৯, মাত্র ১১ মিনিটের মধ্যে তিন গোল করেন এই ইংলিশ ফরোয়ার্ড।

আর্জেন্টাইনদের জোড়া গোল

ভিন্ন তিন ক্লাবের হয়ে আর্জেন্টিনার তিন খেলোয়াড় করেছেন দুটি করে গোল। জুভেন্টাসের হয়ে পাওলো দিবালা, পিএসজির জার্সিতে মাওরো ইকার্দি ও ম্যানচেস্টার সিটির হয়ে সার্জিও আগুয়েরো করেছেন জোড়া গোল। টটেনহামের হয়ে একটি গোল করেছেন আরেক আর্জেন্টাইন এরিক লামেলা। অ্যাঙ্গেল ডি মারিয়া আবার পিএসজির হয়ে করেছেন অ্যাসিস্টের (গোলে সহায়তা) হ্যাটট্রিক।

দুটি করে গোল করেছেন আরও তিন খেলোয়াড়- টটেনহামের হয়ে ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেন ও দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সন হিউং-মিন এবং বায়ার্ন মিউনিখের হয়ে পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। 

এবং আট ম্যাচের ফল

শাখতার দোনেৎস্ক ২-২ ডায়নামো জাগরেব

অ্যাটলেটিকো মাদ্রিদ ১-০ বায়ের লেভারকুসেন

ক্লাব ব্রুজ ০-৫ পিএসজি

গালাতাসারাই ০-১ রিয়াল মাদ্রিদ

অলিম্পিয়াকোস ২-৩ বায়ার্ন মিউনিখ

টটেনহাম ৫-১ রেড স্টার বেলগ্রেড

ম্যানচেস্টার সিটি ৫-১ আতালান্তা

জুভেন্টাস ২-১ লোকোমোটিভ মস্কো

*স্বাগতিক দল প্রথমে।

 

ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়