ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বিসিবিকে ১৩ দফা দাবি ক্রিকেটারদের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ২৩ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিসিবিকে ১৩ দফা দাবি ক্রিকেটারদের

বিসিবিকে নতুন করে ১৩ দফা দাবি পাঠিয়েছে ক্রিকেটাররা। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে দাবিগুলো তুলে ধরেন।

আজ বুধবার সন্ধ্যায় গুলশানে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন যে বিকেল ৪টায় বিসিবিকে ১৩ দফা দাবির তালিকা কুরিয়ার ও ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়েছে।

 

নতুন দুই দফা :

১২ নম্বর দফা :  বোর্ডের আয়ের লভ্যাংশ চান ক্রিকেটাররা। লাভের একটা নির্দিষ্ট পরিমাণ দিতে হবে তাদের।

১৩ নম্বর দফা : নারী ক্রিকেটকে সমান সম্মান, বেতন ও পারিশ্রমিক দিতে হবে।

আজ অথবা কাল বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে পারেন ক্রিকেটাররা। নিজেদের দাবি আদায়ে অটুট ও ঐক্যবদ্ধ রয়েছেন তারা।

গত সোমবার মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে উপস্থিত হয়ে ধর্মঘটের ডাক দেন সাকিব আল হাসানের নেতৃত্বে জাতীয় দল ও প্রথম শ্রেণির ক্রিকেটাররা। দ্রুত সমাধানের দাবিতে তারা শুরুতে ১১ দফা দাবি তুলেন।


ঢাকা/শামীম/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়