ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কুমিল্লা ওয়ারিয়র্স দলে ভিড়িয়েছে যাদের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ১৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লা ওয়ারিয়র্স দলে ভিড়িয়েছে যাদের

৪৩৯ জন বিদেশি ও ১৮১ জন দেশি ক্রিকেটারদের নিয়ে বিপিএলের সপ্তম আসরের প্লেয়ার ড্রাফট আজ শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। যদিও সবগুলো দল তাদের প্লেয়ার ড্রাফটের কোটা পূরণ করেনি। মাত্র তিনটি দল করেছে কোটা পূরণ। দলগুলো অবশ্য অবিক্রিত খেলোয়াড় ও ড্রাফটের বাইরে থেকেও খেলোয়াড় দলে ভেড়াতে পারবে।

৮ ডিসেম্বর উদ্বোধনের পর ১১ ডিসেম্বর মাঠে গড়াবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিশেষ বিপিএল। তার আগে চলুন দেখে নেওয়া যাক কুমিল্লা ওয়ারিয়র্স এবারের আসরকে সামনে রেখে ড্রাফট থেকে কেমন দল গড়ল।

কুমিল্লা ওয়ারিয়র্স:

দেশি ক্রিকেটার: সৌম্য সরকার, আল-আমিন হোসেন, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, মাহিদুল ইসলাম অঙ্কন, সুমন খান ও ফারদিন হোসেন অনি।

বিদেশি ক্রিকেটার: কুশল পেরেরা, মুজিব-উর রহমান, দাওয়িদ মালান ও দাসুন শানাকা।
 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়