ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গোল উৎসবে শেষ জার্মানির

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৯, ২০ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোল উৎসবে শেষ জার্মানির

২০২০ ইউরোর মূলপর্বের টিকিট নিশ্চিত হয়েছিল আগেই। গোল উৎসবে মেতে বাছাইপর্ব শেষ করেছে জার্মানি। সের্গে জিনাব্রির হ্যাটট্রিকে নর্দান আয়ারল্যান্ডকে ৬-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়নও হয়েছে জোয়াকিম লোর দল।

ফ্রাঙ্কফুর্টে মঙ্গলবার রাতে ‘সি’ গ্রুপে ম্যাচের শুরুতে জার্মানিকে চমকে দিয়েছিল অবশ্য আয়ারল্যান্ড। সপ্তম মিনিটে মাইকেল স্মিথের দারুণ এক গোলে এগিয়ে যায় অতিথিরা।

যদিও অতিথিদের এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৯ মিনিটে জিনাব্রির গোলে সমতায় ফেরে জার্মানি। ৪৩ মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন লিওন গোরেস্কা।

বিরতির পর ৪৭ ও ৬০ মিনিটে আরও দুই গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন জিনাব্রি। ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল পেয়ে যান গোরেস্কে। আর যোগ করা সময়ে অতিথিদের কফিনে ষষ্ঠ পেরেক ঠুকে দেন জুলিয়ান ব্রান্ডট।

গ্রুপের আরেক ম্যাচে জর্জিনিয়ো ভিনালডামের হ্যাটট্রিকে এস্তোনিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস। তবে জার্মানি জেতায় গ্রুপের দ্বিতীয় হয়েই মূলপর্বে খেলতে হচ্ছে ডাচদের। আট ম্যাচে জার্মানির ২১ পয়েন্ট, নেদারল্যান্ডসের ১৯।

ওদিকে ‘আই’ গ্রুপে শতভাগ জয় দিয়ে বাছাইপর্ব শেষ করেছে বেলজিয়াম। নিজেদের শেষ ম্যাচে ঘরের মাঠে সাইপ্রাসকে ৬-১ গোলে হারিয়েছে তারা। দুটি করে গোল করেন ক্রিস্টিয়ান বেনটেক ও কেভিন ডি ব্রুইন।

‘ই’ গ্রুপ থেকে মূলপর্ব নিশ্চিত করেছে ওয়েলস। শেষ ম্যাচে অ্যারন রামসের জোড়া গোলে হাঙ্গেরিকে ২-০ ব্যবধানে হারিয়েছে তারা।


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়