ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তিন মাসেই চাকরি ছাড়লেন ম্যারাডোনা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৩, ২০ নভেম্বর ২০১৯   আপডেট: ১৬:১৭, ৫ অক্টোবর ২০২০
তিন মাসেই চাকরি ছাড়লেন ম্যারাডোনা

দিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনার প্রথম বিভাগের ক্লাব জিমনাসিয়ার কোচের দায়িত্ব নিয়েছিলেন এখনো তিন মাস হয়নি। এর মধ্যেই কোচের চাকরিটা ছেড়ে দিলেন আর্জেন্টাইন কিংবদন্তি।

২০১০ সালে আর্জেন্টিনা জাতীয় দলের কোচের পদ ছাড়ার পর এটিই ছিল নিজ দেশে তার প্রথম দায়িত্ব।

ম্যারাডোনা দায়িত্ব নেওয়ার সময় লিগে পয়েন্ট টেবিলের তলানিতে ছিল জিমনাসিয়া। আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক ম্যারাডোনার অধীনে আট ম্যাচের তিনটি জিতে টেবিলের ২২ নম্বরে উঠে আসে তারা।

গত বছরের সেপ্টেম্বরে মেক্সিকোর দ্বিতীয় বিভাগের ক্লাব দোরাদস লে সিনালোয়ার দায়িত্ব নিয়েছিলেন ম্যারাডোনা। নয় মাস পর স্বাস্থ্যগত কারণে সেই দায়িত্ব ছেড়ে দেন।

এক নজরে ম্যারাডোনার কোচিং ক্যারিয়ার:

তেক্সতিল মান্দিইউ (অক্টোবর ১৯৯৪- ডিসেম্বর ১৯৯৪)

রেসিং ক্লাব (জানুয়ারি ১৯৯৫- মার্চ ১৯৯৫)

আর্জেন্টিনা (অক্টোবর ২০০৮- জুলাই ২০১০)

আল-ওয়াসল (মে ২০১১- জুলাই ২০১২)

আল-ফুজাইরাহ (মে ২০১৭- এপ্রিল ২০১৮)

দোরাদস (সেপ্টেম্বর ২০১৮- জুন ২০১৯)

জিমনাসিয়া (সেপ্টেম্বর ২০১৯- নভেম্বর ২০১৯)


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়