ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘নো’ বল যখন ‘নো’ নয়!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ২১ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘নো’ বল যখন ‘নো’ নয়!

ব্রিসবেন টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়ার পেসারদের তোপে পড়ে ২৪০ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। তবে বিতর্ক ছড়িয়েছে টিভি আম্পায়ারের একটি সিদ্ধান্ত।

গ্যাবায় বৃহস্পতিবার ৭৫ রানের উদ্বোধনী জুটির পরও একটা পর্যায়ে ৯৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। সাত নম্বরে নেমে পাল্টা আক্রমণ শুরু করেন মোহাম্মদ রিজওয়ান। ৩৩ বলে ৭ চারে করে ফেলেন ৩৭ রান। এরপরই বিতর্কিত সেই ঘটনা।

সেটি ছিল ইনিংসের ৫৫তম ওভারের দ্বিতীয় বল। প্যাট কামিন্সের অফ স্টাম্পের বাইরের শর্ট বলে খোঁচা দিয়ে উইকেটকিপারকে ক্যাচ দেন রিজওয়ান। বোলার ওভারস্টেপিং করেছেন কি না, সেটা পরীক্ষা করে দেখতে সিদ্ধান্তটা টিভি আম্পায়ারের কাছে পাঠান মাঠের আম্পায়ার।

রিপ্লেতে দেখা যায়, কামিন্সের বুটের কোনো অংশ লাইনের পেছনে ছিল না। অর্থাৎ নো বল। ধারাভাষ্যকাররাও বলছিলেন, নো বল হবে; বেঁচে যাবেন ব্যাটসম্যান। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ইংলিশ টিভি আম্পায়ার মাইকেল গফ নো বল দেননি!

টিভি আম্পায়ারের বিতর্কিত এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটাররাই। ফক্স ক্রিকেটের ধারাভাষ্যে থাকা সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার বলেছেন, ‘লাইনের পেছনে কিছু খোঁজার চেষ্টা করছি আমি। কিন্তু আমি পারছি না।’

বোর্ডারের সঙ্গে একমত জেসন গিলেস্পি, ব্রেট লি, রিকি পন্টিংয়ের মতো সাবেকরাও। সাবেক পেসার গিলেস্পি এবিসি রেডিওতে বলেন, ‘আমার মনে হয় এটা ভুল সিদ্ধান্ত। এটা নো বল। ব্যাটসম্যানকে ফেরানো উচিত ছিল।’

আরেক পেসার ব্রেট লি ফক্স ক্রিকেটকে বলেন, ‘আমি মনে করি পাকিস্তানের পক্ষে এটা কঠিন। এটা নো বল দেওয়া উচিত ছিল। আমার কাছ থেকে হয়তো নিয়মিত এমনটা শুনতে পাবেন না, তবে এটা ব্যাটসম্যানের পক্ষে যাওয়া উচিত ছিল।’

‘তার বুটের কোনো অংশও আমি লাইনের পেছনে দেখতে পেলাম না’- চ্যানেল সেভেন এর ধারাভাষ্যে বলেছেন সাবেক অধিনায়ক পন্টিং।


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়