ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ওয়ালটন প্রেজেন্টস বঙ্গবন্ধু অ্যামেচার ফুটসাল কাপ শুরু

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ২১ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন প্রেজেন্টস বঙ্গবন্ধু অ্যামেচার ফুটসাল কাপ শুরু

ওয়ালটন প্রেজেন্টস ‘বঙ্গবন্ধু অ্যামেচার ফুটসাল কাপ-২০১৯’ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।

এইম স্পোর্টসের ব্যবস্থাপনায় ও সকার লিগ বিডি-এর আয়োজনে শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে ৪০টি দল নিয়ে ২৯ তারিখ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।

বৃহস্পতিবার উদ্বোধনী দিনের প্রথম খেলায় জয় পেয়েছে এফসি টিকিটাকা। তারা সিলেটের দলকে হারিয়েছে ৫-০ গোলে।

৪০টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল শেষ ষোলোতে উন্নীত হবে।

আগামীকাল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং পরদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে গ্রুপপর্বের ম্যাচগুলো। সেখান থেকে ‍শেষ ষোলোতে যাওয়া দলগুলোকে নিয়ে পর্যায়ক্রমে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল হবে। ২৯ নভেম্বর বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হবে এই ম্যাচগুলো।

টুর্নামেন্টের বিজয়ী দল এক লাখ টাকা প্রাইজমানির পাশাপাশি ইংল্যান্ডের বেডফোর্ড ক্লাবে সাত দিনের উন্নত প্রশিক্ষণের সুযোগ পাবে। এছাড়া প্রতিযোগিতা উপলক্ষে ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলাররা ঢাকায় এসে বাংলাদেশের সাবেক তারকা ফুটবলারদের সঙ্গে একটি প্রীতি ম্যাচও খেলবেন।

ফাইভ-এ-সাইড টুর্নামেন্টে ১৫ থেকে ৪০ বছর বয়সী যে কেউ অংশ নিতে পারবে। তবে কোনো পেশাদার ফুটবলার অংশ নিতে পারবে না।

এই ফুটসাল টুর্নামেন্টের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। তারা সব ম্যাচের নিউজ কাভারেজ দেবে এবং ফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়