ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘বর্ণবাদের শিকার’ আর্চার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৩, ২৫ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বর্ণবাদের শিকার’ আর্চার

নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে বর্ণবাদের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার।

নিউজিল্যান্ড-ইংল্যান্ড ম্যাচ দিয়ে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভাল ভেন্যুর টেস্ট অভিষেক হয়েছে। সোমবার টেস্টের শেষ দিন ইনিংস ব্যবধানে হেরেছে ইংল্যান্ড।

নবম উইকেট জুটিতে স্যাম কুরানের সঙ্গে ম্যাচ বাঁচাতে লড়ছিলেন বার্বাডোজে জন্ম নেওয়া আর্চার। দুজন ১৬ ওভার ব্যাটিং করে ৫৯ রানের জুটি গড়ে ফেলেছিলেন। এরপরই ৫০ বলে ৩০ রান করে আউট হয়ে যান আর্চার।

একজন দর্শক তাকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করেছে বলে টুইটারে জানিয়েছেন আর্চার। ম্যাচ শেষে আর্চার টুইট করেন, ‘ম্যাচ বাঁচাতে দলের হয়ে যখন ব্যাটিং করছিলাম, তখন কিছু বর্ণবাদী মন্তব্য শুনতে হয়েছে আমাকে। এই কদিনে দর্শকরা ছিল অসাধারণ, তবে ওই একজন ছাড়া। বার্মি আর্মি ছিল বরাবরের মতোই দারুণ।’

এর আগে গত অ্যাশেজের সময় এক ইংলিশ সমর্থক দাবি করেছিলেন, ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্ট চলাকালীন আর্চারকে উদ্দেশ্য করে কয়েকজনের একটি গ্রুপ বর্ণবাদী গান গেয়েছিল।

 

ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়