ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বিপিএলের উদ্বোধনী, কখন কী থাকছে?

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ৭ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিপিএলের উদ্বোধনী, কখন কী থাকছে?

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ফ্র্যাঞ্চাইজি বাদ দিয়ে এবার আয়োজন করা হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল।

মাঠের খেলার পাশাপাশি উদ্বোধনীতেও থাকছে চাকচিক্য। দীর্ঘ তিন বছর পর বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান করতে যাচ্ছে বিপিএল। আয়োজকরা দর্শকদের ভিন্ন স্বাদ দিতে বলিউড থেকে উড়িয়ে আনছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফকে। ভারতীয়দের তারকাদের সঙ্গে এ মঞ্চে পারফর্ম করবেন বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী মমতাজ ও ব্যান্ডদল জেমস।

এছাড়া পারফর্ম করবেন সংগীত শিল্পী সনু নিগাম ও কৈলাশ খের। বর্ণিল আলোকচ্ছটায় রাতের আকাশ ভরে উঠবে। হবে লেজার লাইট শো। বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। ৫ ঘন্টার অনুষ্ঠান শেষ হবে রাত ১০টা ৩০ মিনিটের পর।

উদ্বোধনী অনুষ্ঠানে কখন কি হবে? রাইজিংবিডি’র জানাচ্ছে সেই খবর,

৩.৩০ মিনিট: দর্শকদের জন্য গেট ওপেন

৫.২৫ মিনিট: মহিদুল ইসলাম খান ‘ডি রক স্টার’ শুভর পারফরম্যান্স

৫.৩৫ মিনিট: রেশমী মির্জার পারফরম্যান্স

৬.০০ মিনিট: ব্যান্ডদল জেমসের পারফরম্যান্স

৬.৪০ মিনিট: মমতাজের পারফরম্যান্স

৭.২০-৭.৩০ মিনিট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ ও বিপিএলের উদ্বোধন

৭.৩০-৭.৪০ মিনিট: ফায়ারওয়ার্কস

৭.৪৫ মিনিট: সনু নিগামের পারফরম্যান্স

৮.৩৫ মিনিট: লেসার বিম শো

৮.৫৫ মিনিট: কৈলাশ খেরের পারফরম্যান্স

৯.৩৫ মিনিট: ক্যাটরিনা কাইফের পারফরম্যান্স

১০.০০ মিনিট: সালমান খানের পারফরম্যান্স

১০.২০ মিনিট: সালমান খান ও ক্যাটরিনার যৌথ পারফরম্যান্স

১১ ডিসেম্বর মাঠে গড়াবে সাত দলের বঙ্গবন্ধু বিপিএল৷ তিনটি মাঠে হবে প্রতিযোগিতার ম্যাচগুলো।


ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়