ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

খেলোয়াড়ই চেনেন না পাকিস্তানি সাংবাদিকরা!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৪, ১৩ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খেলোয়াড়ই চেনেন না পাকিস্তানি সাংবাদিকরা!

সংবাদ সম্মেলনে এসেছিলেন নিরোশান ডিকভেলা। অথচ পাকিস্তানি সাংবাদিক তাকে ভরা সংবাদ সম্মেলনে প্রশ্ন করছেন ধনঞ্জনা ডি সিলভা ভেবে!

অনিচ্ছাকৃত ভুল নাকি খেলোয়াড়ই চেনেন সাংবাদিকরা? দ্বিতীয়টাই ঠিক! পরিচয় দেওয়ার পরও এমন ভুল কিভাবে সম্ভব সেটা নিয়েই এখন চলছে আলোচনা। 

ঘটনা ঘটেছে পাকিস্তানে। রাওয়ালপিন্ডিতে চলছে পাকিস্তান ও শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ। ১০ বছর পর পাকিস্তানে ফিরেছে টেস্ট ক্রিকেট। পুরো শহরই এখন উৎসবমুখর পরিবেশ। কিন্তু মাঠের উৎসব নষ্ট করছে বেরসিক বৃষ্টি।  দ্বিতীয় দিন মাত্র ১৮.২ ওভার খেলা হয়।  সফরকারী শ্রীলঙ্কা ১ উইকেট হারিয়ে তোলে ৬১ রান।

বৃষ্টির দাপটের দিন ৩৩ রান করে সাজঘরে ফেরেন নিরোশান ডিকভেলা।  ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাজির হন তিনি। কিন্তু পাকিস্তানি সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছেন ধনাঞ্জয়া ডি সিলভা ভেবে। সচরাচর বড় কিছু না করলে অপরাজিত ব্যাটসম্যান দিন শেষে সংবাদ সম্মেলনে আসেন না। ৭২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন ডি সিলভা।  অথচ তাকেই নিয়েই প্রশ্ন সংবাদ সম্মেলনে। 

কি হয়েছিল সংবাদ সম্মেলনে,

সাংবাদিক: আপনি ভালো পারফর্ম করেছেন। আপনি কি সেঞ্চুরি নিয়ে চিন্তা করছেন?

ডিকভেলা: আসলে আমি ডিকভেলা। আমি ডি সিলভা নই।

সাংবাদিক: ও ডিকভেলা!

ডিকভেলা: হ্যাঁ

(হাসির রোল পড়ে যায় সংবাদ সম্মেলনে কক্ষে)

এরপর পাকিস্তানের আরেক সাংবাদিক নিজের পরিচয় দিয়ে আবার একই প্রশ্ন করেন।

সাংবাদিক: আমার প্রশ্ন আপনার ব্যাটিং নিয়ে। আপনি এই কন্ডিশন ও উইকেটে ভালো ব্যাটিং করেছেন। আপনি এ উইকেটে সেঞ্চুরির আশা করছেন?

ডিকভেলা: আপনি কি আমার কথা জিজ্ঞেস করছেন?

সাংবাদিক: জি, আপনার কথাই।

ডিকভেলা: আমি ডি সিলভা নই। আমি ডিকভেলা। আমি আউট হয়ে গেছি। আমি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে এসেছি। হয়তো দ্বিতীয় ইনিংসে….

সংবাদ সম্মেলন কক্ষে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন।

 

ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়