ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সোনালী ব্যাংকের জয়

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ১৩ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সোনালী ব্যাংকের জয়

‘ওয়ালটন রেফ্রিজারেটর বিজয় দিবস হকি প্রতিযোগিতা-২০১৯’ এ আজ একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও সোনালী ব্যাংক। ম্যাচে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছে সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব।

সোনালী ব্যাংকের হয়ে জোড়া গোল করেন মাহবুব হোসেন (৪৩ ও ৫৭ মি.)। একটি করে গোল করেন প্রিন্স লাল (৬ মি.) ও শাওন (৫৯ মি.)। বিকেএসপির হয়ে ওবায়দুল হোসেন জোড়া গোল করেন। তিনি ম্যাচের ১০ ও ৫৫ মিনিটে দুটি ফিল্ড গোল করেন। ৩৬ মিনিটে অপর গোলটি করেন তাসিন আলী।

আগামীকাল শনিবার দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশ।

এবারের এই ওয়ালটন রেফ্রিজারেটর বিজয় দিবস হকি প্রতিযোগিতায় ৬টি দল অংশ নিয়েছে। লিগ পদ্ধতিতে প্রতিযোগিতা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল ফাইনাল খেলবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ১ লাখ টাকা ও রানার্সআপ ৫০ হাজার টাকা প্রাইজমানি পাবে। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা ১০ হাজার টাকা করে পুরস্কার পাবেন।

টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হল- বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ ও সোনালী ব্যাংক লিমিটেড।

এই প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। মিডিয়া পার্টনার এটিএন বাংলা। রেডিও পার্টনার রেডিও টুডে। আর অনলাইন পার্টনার দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পেপার রাইজিংবিডি.কম।


ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়