ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এমন অভিজ্ঞতা কোন ব্যাটসম্যান চায়!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ২৬ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এমন অভিজ্ঞতা কোন ব্যাটসম্যান চায়!

জেমস অ্যান্ডারসন প্রায় পাঁচ মাস পর ফিরেছেন টেস্ট ক্রিকেটে। ইংলিশ পেসারের প্রত্যাবর্তনের শুরুটা হয়েছে দুর্দান্ত। প্রথম বলেই পেয়েছেন উইকেট।

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড সেঞ্চুরিয়ন টেস্ট দিয়ে অ্যান্ডারসনের ফেরাটা যতটা সুখকর হয়েছে, ঠিক ততটাই তিক্ত অভিজ্ঞতা হয়েছে ডিন এলগারের। অ্যান্ডারসনের বলে আউট হওয়া ব্যাটসম্যানটা যে তিনিই!

শুধু অ্যান্ডারসনের নয়, এই টেস্টেরই প্রথম বল সেটি। অ্যান্ডারসন যে ভালো বলে উইকেট পেয়েছেন, তা নয়। লেগ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়েছিলেন এলগার। ব্যাটের কানা ছুঁয়ে বল শরীরের পেছনে দিয়ে জমা হয় উইকেটকিপার জস বাটলারের গ্লাভসে।

নিজের ১০৪ ইনিংসের মধ্যে এবারই প্রথম টেস্টের প্রথম বলে আউট হওয়ার তিক্ত অভিজ্ঞতা হলো এলগারের। সব মিলিয়ে চতুর্থ দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হিসেবে এমন অভিজ্ঞতা হলো তার।

সবশেষ ২১ বছর আগে টেস্টের প্রথম বলে আউট হয়েছিলেন সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান গ্যারি কারস্টেন। কেপটাউন টেস্টের প্রথম বলে তাকে আউট করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কার্টলি অ্যামব্রোস।

কারস্টেন-এলগার ছাড়া টেস্টের প্রথম বলে আউট হওয়া অন্য দুই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হলেন জিমি কুক ও এডি বার্লো।


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়