ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ওভারে ৬ ছক্কা কিউই ব্যাটসম্যানের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৮, ৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওভারে ৬ ছক্কা কিউই ব্যাটসম্যানের

নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ওভারে ৬ ছক্কা হাঁকানোর কীর্তি গড়লেন কিউই ব্যাটসম্যান লিও কার্টার।

টি-টোয়েন্টিতে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এমন কীর্তি গড়লেন ২৫ বছর বয়সী কার্টার। কার্টারের ব্যাটে ভর করে নর্দান ডিস্ট্রিক্টসকে ৭ উইকেটে হারিয়েছে ক্যান্টারবুরি। ম্যাচে নর্দান ডিস্ট্রিক্টিসের ২১৯ রান ৭ বল হাতে রেখেই টপকে যায় ক্যান্টারবুরি।

টি-টোয়েন্টির ইতিহাসে প্রথমবার ওভারে ৬ ছয় হাঁকান ভারতীয় ব্যাটসম্যান যুবরাজ সিং। ২০১৭ সালে ইংল্যান্ডের কাউন্টিতে রস হুইটলি দ্বিতীয়বার এমন কীর্তি গড়েন। আর তৃতীয়বারের মতো টি-টোয়েন্টিতে ওভারে ৬ ছক্কা হাঁকান আফগানিস্তানের হযরতউল্লাহ জাজাই। আজ লিও কার্টার ওভারে ৬ ছক্কা হাঁকিয়ে এই তালিকায় চতুর্থ ব্যাটসম্যান হিসেবে যুক্ত হলেন।

নর্দান ডিস্ট্রিক্টস টসে জিতে আগে ব্যাট করে ২১৯/৭ সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ১৫ ওভার শেষে ক্যান্টারবুরির সংগ্রহ ছিল ১৫৬/৩। ৩০ বলে প্রয়োজন ছিল ৬৪ রান। ১৬তম ওভারে লজ্জায় নাম লেখাতে বল হাতে তুলে নেন কিউই বাঁহাতি অলরাউন্ডার অ্যান্ট ডেভসিচ। ব্যাটিংয়ে থাকা কার্টার সে ওভারে ৬টি ছক্কা হাঁকিয়ে ৩৬ তুলে নেন। শেষ পর্যন্ত কার্টার ২৯ বলে ৭০ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

ক্রিকেটের ইতিহাসে সর্বপ্রথম ওভারে ৬টি ছক্কা হাঁকান ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স, ১৯৬৮সালে। দ্বিতীয় বার ১৯৮৫ সালে ঘরোয়া লিগে এমন কীর্তি গড়েন ভারতের বর্তমান ক্রিকেট কোচ রবি শাস্ত্রী। ২০০৭ বিশ্বকাপে নেদারল্যান্ডের বিপক্ষে ছয় ছক্কা হাঁকান প্রোটিয়া ব্যাটসম্যান হার্শেল গিবস। এছাড়া টানা ছয় বলে ৬ ছক্কা হাঁকানোর কীর্তি আছে ক্রিস গেইল, অ্যালেক্স হেলসের।


ঢাকা/ কামরুল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়