ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কোচের কথায় বদলে যাওয়া আর্সেনাল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৬, ৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোচের কথায় বদলে যাওয়া আর্সেনাল

এফ এ কাপের সবচেয়ে সফলতম দল আর্সেনাল। এ পর্যন্ত ১৩টি শিরোপা জিতেছে দলটি। সোমবার রাতে লিডস ইউনাইটেডকে হারিয়ে প্রতিযোগিতাটির চতুর্থ রাউন্ডে জায়গা করে নিলো আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে ১-০ গোলের জয় পায় দলটি। তবে ম্যাচে আর্সেনালের হয়ে সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছেন কোচ মিকেল আর্তেতা। ম্যাচে গানার ফুটবলারদের উজ্জীবিত করতে গলা ফাটিয়েছেন ৩৭ বছরের এই কোচ।

ম্যাচের প্রথমার্ধে আর্সেনালের বল দখল ছিল মাত্র ৩৭ শতাংশ। আর প্রতিপক্ষ লিডসের গোলমুখে শট ছিল মাত্র একটি। ম্যাচ শেষে বল দখল মাত্র ৪ শতাংশ বাড়লেও আক্রমণের গতি বাড়ে আর্সেনালের। ম্যাচ শেষে প্রতিপক্ষের গোলমুখে মোট ১৬টি শট নেয় গানাররা। আর এর পুরো কৃতিত্ব আর্তেতার। খেলার বিরতিতে খেলোয়াড়দের উপর চিৎকার করেছিলেন এই স্প্যানিশ কোচ। বিরতির পর পর এর ফলাফলও পায় দলটি। ম্যাচের ৫৫তম মিনিটে ম্যাচের একমাত্র ও আর্সেনালের পক্ষে জয়সূচক গোলটি করেন রেইস নেলসন। অক্টোবরের পর টানা দুই ম্যাচে জয়ের মুখ দেখলো গানার শিবির।

ম্যাচ শেষে আর্তেতা বলেন, ‘ফলাফলে আমি সন্তুষ্ঠ। তবে এই ম্যাচে আমরা খেলোয়াড়দের দুই রকম পারফরম্যান্স দেখেছি। প্রথমার্ধে খেলোয়াড়েরা নিজেদের মানের খেলা খেলতে পারছিলো না। আমি তাদের বলেছি জয়ের চিন্তা করতে। আর সংঘবদ্ধ হয়ে পরিকল্পনামাফিক খেলতে। এরপর তারা সম্পূর্ণ বদলে গেলো। তাদের একটি ভালো অভিজ্ঞতা হলো বলে আমার বিশ্বাস।’

চ্যাম্পিয়নশীপের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিডস কঠিন প্রতিপক্ষ হয়ে উঠছে বলে মনে করেন আর্তেতা। দলটি নিয়ে ৩৭ বছরের স্প্যানিশ কোচ বলেন, ‘লিডসের বিপক্ষে খেলা আর ডেন্টিস্টের কাছে যাওয়া এক কথা। দল হিসেবে তারা অনেক উন্নতি করেছে। ঈশ্বরকে ধন্যবাদ, প্রথমার্ধ শেষে আমাকে হতাশ হতে হয়েছে, ম্যাচ শেষে নয়। আপনি লিডসকে হালকা ভাবে নিলে তারা আপনাকে হার দেখিয়ে ছাড়বে। ছেলেরা শেষ পর্যন্ত সেটি বুঝতে পেরেছে।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়