ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অচেনা মাশরাফি, অপ্রত্যাশিত অভিব্যক্তি!

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ১০ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অচেনা মাশরাফি, অপ্রত্যাশিত অভিব্যক্তি!

জাতীয় দলের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব এখনও মাশরাফি বিন মুর্তজার কাঁধে। অথচ সরাসরি দলে জায়গা চাইতে পারছেন না! কেন?

তার মুখে স্পষ্ট কথা, ‘সত্যি কথা বললে বিশ্বকাপে ৮ ম্যাচে ১ উইকেট পাওয়ার পর তো আমি দলে জায়গা প্রত্যাশা করতে পারি না!’

বিপিএলের মাঝপথে হঠাৎ জাতীয় দলের সিরিজ নিয়ে আলোচনা। ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ে ক্রিকেট দলের আসার কথা রয়েছে। ১টি টেস্ট ও ৫টি টি-টোয়েন্টির কথা থাকলেও বিসিবির পরিকল্পনা ভিন্ন। জিম্বাবুয়েকে ১টি টেস্টের পাশাপাশি ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি। যদি ওয়ানডে সিরিজ হয় তাহলে কী মাঠ থেকেই মাশরাফির বিদায়ের আয়োজন করছে বিসিবি? এর আগেও মাশরাফিকে এমন কিছুর প্রস্তাব দিয়েছিল বোর্ড। কিন্তু মাশরাফি অবসরের বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় নেওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ বাদ দিয়ে জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করে বিসিবি।

বিসিবি এবার একই প্রস্তাব দিলে কি করবেন মাশরাফি? জিম্বাবুয়ের বিপক্ষে খেলেই কি অবসরে যাবেন? উত্তরে ক্ষোভ ঝরল মাশরাফির কন্ঠে, ‘অবসর তো সবাই করিয়ে দিয়েছে! আমি নিজে যে জায়গায় অবস্থান করছি সেটাকে উপভোগ করছি। মাঠ থেকে অবসর নেব কি নেব না সেটা এখনো সিদ্ধান্ত নিইনি। যদি সেরকম অবস্থা তৈরি হয়, ক্রিকেট বোর্ড যদি মনে করে তাহলে হয়তোবা চিন্তা ভাবনা করব। ’

তবে অবসর নিয়ে বাড়াবাড়ির কি প্রয়োজন আছে? ‘আমি মনে করি না আমার নিজেকে এতো অগ্রাধিকার দেওয়ার দরকার আছে। আমি নিজেকে এতো অগ্রাধিকার দিইও না যে, আমাকে মাঠ থেকে বিদায় দেবেন সবাই, ফুলের তোড়া নিয়ে আসবেন। এটা প্রয়োজনীয় না। আমি যেমন আছি ভালো আছি, উপভোগ করছি।’

‘যখন জিম্বাবুয়ে সিরিজে আমাকে বলা হয়েছিল, তখনো বলেছি আমি খেলব। আমার দিক আমি বলতে পারি। বোর্ড যদি মনে করে…আমাকে খেলাতে চায় অবশ্যই আমি আছি। আমি তো খেলছি খেলার জন্য, এমন তো না যে ফাইজলামি করছি। ’

তবে দলে জায়গা পাবেন কী পাবেন না, তা নিয়ে যথেষ্ট সংশয় মাশরাফির। বিশ্বকাপের পারফরম্যান্সও তাকে ভাবাচ্ছে। বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সিরিজে মাশরাফি ছিলেন। শেষ পর্যন্ত খেলতে পারেননি ইনজুরির কারণে। এরপর আবার ফিরেছেন বিপিএলে। বিপিএলের পারফরম্যান্সে নির্বাচকরা মাশরাফিকে দলে জায়গা দেবেন কিনা তা নিয়ে প্রশ্ন স্বয়ং মাশরাফির।

‘জাতীয় দলে খেলার জন্য নির্বাচনও তো একটা ব্যাপার। নির্বাচকদের সিদ্ধান্ত। নির্বাচকরা যদি মনে করেন আমাকে সুযোগ দেবে, আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। এই মুহুর্তে আমি ৮ ম্যাচে (বিশ্বকাপ) ১ উইকেট পেয়ে কীভাবে বলি আমি জাতীয় দলে সুযোগ পাব। অন্য কেউ হলে অবশ্যই আরও আগে বাদ হতো। ’

শুক্রবার দীর্ঘ ১৭ মিনিটের সংবাদ সম্মেলনে মাশরাফির কন্ঠে আবেগ ঝরেছে। অচেনা মাশরাফির অপ্রত্যাশিত অভিব্যক্তি বলে দিচ্ছিল ভেতরের চাপা কষ্ট। ঝরেছে রাগ, ক্ষোভ। তবে সব কিছুর উর্ধ্বে শেষটায় ছিল ক্রিকেট। যেকোনো পরিস্থিতিতে ক্রিকেট চালিয়ে যেতে চান নড়াইল এক্সপ্রেস।

‘দিনশেষে আমার কাছে ক্রিকেটটাই সব। যত দিন খেলছি মন দিয়ে খেলব। এটা ভাবনার বিষয় না যে, জাতীয় দল না অন্য কোথায় খেলছি। আমি অভিমান-টভিমান নিয়ে চলি না। এটা একেবারেই নাই। বিপিএল খেলেছি, সামনে ঢাকা লিগ উপভোগ করব। সব সময় জাতীয় দলে খেলতে হবে, জাতীয় দলকে প্রতিনিধিত্ব করলেই আপনি খেলোয়াড়, সেরকম তো না।’ – বলেছেন মাশরাফি।


ঢাকা/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়