ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাকিব-মাশরাফির অপ্রত্যাশিত রেকর্ড ভেঙে শীর্ষে মালিঙ্গা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ১১ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাকিব-মাশরাফির অপ্রত্যাশিত রেকর্ড ভেঙে শীর্ষে মালিঙ্গা

তিন ম্যাচ টি-টোয়েন্ট সিরিজ ভারতের কাছে ২-০ ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা। শুক্রবার রাতে শেষ ম্যাচটিতে লঙ্কানরা হার মানে ৭৮ রানে। এই ম্যাচে হারের মধ্য দিয়ে শ্রীলঙ্কার অধিনায়ক লাসিথ মালিঙ্গা অপ্রত্যাশিত এক রেকর্ড গড়েছেন। এ যাত্রায় তিনি পেছনে ফেলেছেন বাংলাদেশের সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মুর্তজাকে।

মালিঙ্গা ২২ ম্যাচে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন মাত্র ৮টিতে। জয়ের শতকরা হারে এটা ৩১.৮ শতাংশ। যা কমপক্ষে ২০ ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে সর্বনিম্ন জয়ের রেট। তার আগে ৩৩.৩ শতাংশ জয় নিয়ে এই তালিকায় শীর্ষে ছিলেন সাকিব। তাকে পেছনে ফেলেছেন মালিঙ্গ। সাকিবের আগে ৩৪.৮ শতাংশ জয় নিয়ে মুশফিক ছিলেন শীর্ষে। তারও আগে ৩৫.৭ শতাংশ নিয়ে শীর্ষে ছিলেন মাশরাফি বিন মুর্তজা। মাশরাফির পরেই এই তালিকায় আছেন ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রেথওয়েট। তার ছিল ৩৬.৭ শতাংশ জয়।

অধিনায়ক

দেশ

সর্বনিম্ন জয়ের রেট (%)

লাসিথ মালিঙ্গা

শ্রীলঙ্কা

৩১.৮%

সাকিব আল হাসান

বাংলাদেশ

৩৩.৩%

মুশফিকুর রহিম

বাংলাদেশ

৩৪.৮%

মাশরাফি বিন মুর্তজা

বাংলাদেশ

৩৫.৭%

কার্লোস ব্রেথওয়েট

ওয়েস্ট ইন্ডিজ

৩৬.৭%

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়