ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বার্সাকে টপকে শীর্ষে রিয়াল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ১৮ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বার্সাকে টপকে শীর্ষে রিয়াল

নতুন বছরে জয়ের ধারা ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে বার্সেলোনাকে টপকে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে জিনেদিন জিদানের দল।

সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার রিয়ালের জয়ের নায়ক কাসেমিরো। দলের দুটি গোলই করেছেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

ঘরের মাঠে প্রথমার্ধে অবশ্য সেভিয়ার জালে বল পাঠাতে পারেনি রিয়াল। বিরতির পর ৫৭ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন কাসেমিরো। লুকা জোভিচের সঙ্গে ওয়ান-টু খেলে বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর জোভিচের বাড়ানো বল গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠান।

এগিয়ে যাওয়ার আনন্দটা যদিও বেশিক্ষণ স্থায়ী হয়নি রিয়ালের। ৬৪ মিনিটে সেভিয়াকে সমতায় ফেরান লুক ডি ইয়ং। মুনির এল হাদ্দাদির পাস থেকে বল জালে পাঠান এই ডাচ ফরোয়ার্ড।

অবশ্য চার মিনিট পরই লিড পুনরুদ্ধার করে রিয়াল। লুকাস ভাসকেজের বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় গোলে আবার রিয়ালকে এগিয়ে দেন কাসেমিরো। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই জয়ে ২০ ম্যাচে রিয়ালের পয়েন্ট হলো ৪৩। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে।

ওদিকে প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। 


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়