ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

পাকিস্তানে টেস্ট খেলতে আইসিসির চাপ ছিল!

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ১৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তানে টেস্ট খেলতে আইসিসির চাপ ছিল!

পাকিস্তানে আপাতত টি-টোয়েন্টি ছাড়া আর কোনো সিরিজ খেলতে রাজি ছিল না বাংলাদেশ। সেই বাংলাদেশ এখন তিন দফায় পাকিস্তানে গিয়ে তিন ফরম্যাটই খেলবে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে আইসিসির পক্ষ থেকে একটা চাপ ছিল।

নিরাপত্তা শঙ্কায় এই সফর ঝুলে ছিল এক মাসেরও বেশি সময় ধরে। গত মঙ্গলবার দুবাইয়ে আইসিসি সভার ফাঁকে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে সফর নিয়ে আলোচনা হয় পিসিবি চেয়ারম্যান এহসান মানির। আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের উপস্থিতিতে দুই দেশের ক্রিকেট বোর্ড সফর নিয়ে সমঝোতায় পৌঁছে।

তিন মাসে তিনবার পাকিস্তান যাবে বাংলাদেশ দল। প্রথমে তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ ঢাকা ছাড়বে আগামী বৃহস্পতিবার। এরপর ফেব্রুয়ারিতে খেলবে একটি টেস্ট, আর এপ্রিলে খেলবে একটি ওয়ানডে এবং আরেকটি টেস্ট। টেস্ট ম্যাচ দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। বোর্ড সভাপতি জানালেন, পাকিস্তানে টেস্ট না খেলার কোনো সুযোগ তাদের হাতে ছিল না।

মিরপুরে রোববার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল হাসান বলেন, ‘এটা যদি শুধু দ্বিপাক্ষিক সিরিজ হতো তাহলে একটা কথা। এখানে টেস্ট চ্যাম্পিয়নশিপ আছে আইসিসির। বলতে গেলে এটা অনেকটা বিশ্বকাপ। আমরা টি-টোয়েন্টি খেলছি, ওয়ানডে খেলছি। এখন ওরা শুরু করেছে টেস্ট, হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে। কাজেই এখানে তো অপশন নেই। এখানে অংশগ্রহণ করাটা আমি মনে করি অবশ্যই প্রয়োজন। আইসিসির পূর্ণ সদস্য হিসেবে এখানে আমাদের অংশ নেওয়া উচিত। এখানেই মূল একটা চাপ ছিল।’

টি-টোয়েন্টি সিরিজ খেললেই পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি বোঝা যাবে বলে মনে করেন বোর্ড প্রধান, ‘আমার মনে হয় এই টি-টোয়েন্টি সিরিজটি খেলে আসলে আমরা বুঝতে পারব। পরিস্থিতি কী এবং যদি আমাদের কোনো সমস্যা থাকে, এটা নিয়ে আমরা আলোচনা করতে পারব, পরে কথা বলতে পারব।’

নাজমুল হাসান জানান, পরবর্তীতে যদি পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি খারাপ হয় তাহলে তাদের সিদ্ধান্তও পরিবর্তন হবে, ‘ওখানে যদি এমন কোনো ঘটনা আল্লাহ না করুক ঘটে বা তেমন অবস্থা হয়, তাহলে আমরা আর যাব না। আমাদের যদি কখনো মনে হয় যে ওখানটায় যেমনটা ভেবেছিলাম বা পরিস্থিতি পরিবর্তন হয়েছে, তাহলে আমাদের সিদ্ধান্তও পরিবর্তন হবে। তবে এখন পর্যন্ত আমরা মনে করছি এটা একটি নিরাপদ জায়গা এবং আমরা খেলতে যেতে পারি সেখানে।’


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়