ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিশ্বকাপে ডমিঙ্গোর অধিনায়ক মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৯, ১৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বকাপে ডমিঙ্গোর অধিনায়ক মাহমুদউল্লাহ

নিষেধাজ্ঞার কারণে থাকবেন না সাকিব আল হাসান।

সিনিয়র ক্রিকেটার হিসেবে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। এই তিন ক্রিকেটারের মধ্যে মাহমুদউল্লাহকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হিসেবে চাইছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। শুধু অভিজ্ঞতার বিবেচনায় নয়, মাহমুদউল্লাহর দল পরিচালনার প্রশংসা করেছেন দক্ষিণ আফ্রিকান কোচ।

রোববার মিরপুরে সংবাদমাধ্যমকে ডমিঙ্গো বলেন, ‘আমি আশা করছি মাহমুদউল্লাহ আমাদেরকে টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেবে। আমার পূর্ণ সমর্থন রয়েছে তার প্রতি। আমি মনে করি মাহমুদউল্লাহ ভারতে দারুণ কাজ করেছে। তার সঙ্গে কাজ করে আমি উপভোগ করেছি। দারুণ পেশাদার। ড্রেসিংরুমে তাকে সবাই শ্রদ্ধা করে এবং তার ব্যক্তিত্ব সবাই পছন্দ করে। বলার অপেক্ষা রাখে না বিশ্বমানের একজন খেলোয়াড়ও সে। আমার অধিনায়ক মাহমুদউল্লাহ।’

বিশেষ সময়ে মাহমুদউল্লাহ অধিনায়কত্ব করেছেন জাতীয় দলের। সাফল্য-ব্যর্থতার দাড়িপাল্লা প্রায় সমান-সমান। তবে আপদকালীন সময়ে তার দলকে পরিচালনা করার সাহস ও দক্ষতা সর্বমহলে প্রশংসিত। আন্তর্জাতিক অঙ্গনে অনিয়মিত হলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অধিনায়কত্ব করে আসছেন মাহমুদউল্লাহ।


ঢাকা/ইয়াসিন//পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়