ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পাকিস্তানের র‌্যাঙ্কিং-ফর্ম নিয়ে ভাবছে না বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ২১ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তানের র‌্যাঙ্কিং-ফর্ম নিয়ে ভাবছে না বাংলাদেশ

টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড তলানিতে।

১০ ম্যাচে বাংলাদেশ জিতেছে মাত্র ২টিতে। হেরেছে ৮টি। শুধু কী তাই? পাকিস্তান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে রয়েছে এক নম্বরে। বাংলাদেশের অবস্থান ৯ এ। এমন পরিসংখ্যান মাথায় নিয়ে পাকিস্তানের আতিথেয়তা নিতে যাচ্ছে বাংলাদেশ। ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি লাহোরে তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।

তবে আশার বিষয় হচ্ছে সম্প্রতি পাকিস্তান টি-টোয়েন্টিতে খুব ভালো অবস্থায় নেই। পাকিস্তানকে তাদের মাটিতেই ৩-০ ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ায় গিয়ে তারা হেরেছে ২-০ ব্যবধানে। ফর্ম না থাকলেও র‌্যাঙ্কিং এবং পুরোনো শ্রেষ্ঠত্ব পাকিস্তানের পক্ষে কথা বলছে। কিন্তু এসব নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছেন না বাংলাদেশ।

পাকিস্তানের থেকে মাহমুদউল্লাহ নিজেদের খেলা নিয়েই বেশি ভাবছে। পাকিস্তানে উড়াল দেওয়ার আগে মঙ্গলবার শেষ অনুশীলন করে বাংলাদেশ। অনুশীলনের ফাঁকে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা ৯ নম্বরে, ওরা এক নম্বরে। টি-টোয়েন্টিতে তারা ধারাবাহিকভাবে খেলে আসছে। আমার মনে হয়, যেভাবে আমরা ক্রিকেট খেলেছি শেষ কয়েকটি সিরিজে, আমি খুব আশাবাদী যে ভালো কিছু ম্যাচ উপহার দিতে পারব।’

বাংলাদেশ ৩-০ ব্যবধানে পাকিস্তানকে হারালে র‌্যাঙ্কিংয়ে দুইধাপ এগিয়ে যাবে। নয় থেকে উঠে আসবে সাতে। পাকিস্তান ঘরের মাঠে হোয়াইটওয়াশ হলে তৃতীয় স্থানে নেমে যাবে। এ সিরিজে পাকিস্তান এক ম্যাচ হারলেই শীর্ষস্থান হারাবে। তবে নিজেদের র‌্যাঙ্কিং বা রেটিং পয়েন্ট নিয়েও ভাবনা নেই বাংলাদেশের।

‘আমাদের মনোযোগ দিতে হবে আমরা কতটা ভালো খেলতে পারি সেদিকে। আমি মনে করি, এই দলে যারা আছে তারা ভালো ফর্মে আছে। আমাদের বুঝতে হবে, যদি সেরা ক্রিকেট খেলতে পারি তাহলে আমরা জিততে পারব। আমাদের ক্রিকেটটা আমরা কিভাবে প্রয়োগ করতে পারি, কিভাবে নিজেদেরকে ব্যবহার করতে পারি, ব্যক্তিগতভাবে এটা নিয়ে ভাবা আমি মনে করি জরুরি।’

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ হারায় পাকিস্তান কিছুটা হলেও পিছিয়ে আছে। আবার ঘরের মাঠে সিরিজ জিততে মুখিয়েও থাকবে তারা। প্রতিপক্ষকে নিয়ে মাহমুদউল্লাহর মূল্যায়ন।

‘শেষ কয়েকটা সিরিজে পাকিস্তান হয়তো খারাপ করেছে। তবে তারা টি-টোয়েন্টিতে অনেক শক্তিশালী দল। তাদের দেশে খেলা। দেশের মাটিতে শেষ সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে হারা নিয়ে তাদের হয়তো উদ্বেগ আছে।’


ঢাকা/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়