ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

লাল কার্ড, পিছিয়ে পড়েও চেলসির বিপক্ষে ড্র আর্সেনালের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩২, ২২ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লাল কার্ড, পিছিয়ে পড়েও চেলসির বিপক্ষে ড্র আর্সেনালের

ম্যাচের শুরুতে ১০ জনের দলে পরিণত হওয়া, দুই দুইবার পিছিয়ে পড়ার পরেও স্টামফোর্ড ব্রিজ থেকে চেলসির বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল। দারুণভাবে ঘরে দাঁড়িয়ে মূল্যবান এক পয়েন্ট নিয়ে ফেরায় শিষ্যদের প্রতি সন্তুষ্টি জানিয়েছে গানার কোচ মিকেল আর্তেতা।

ডিসেম্বরে প্রিমিয়ার লিগে দুই দলের প্রথম সাক্ষাতে এমিরেটস স্টেডিয়ামে শুরুতে পিছিয়ে পড়ে চেলসি। পরবর্তীতে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ‘ব্লুজ’রা। স্টামফোর্ড ব্রিজে জয় তুলে নিতে না পারলেও ঘুরে দাঁড়িয়ে চেলসির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে গানাররা। মঙ্গলবার রাতে প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

আর্সেনাল নিয়মিত অধিনায়ক পিয়েরে এমেরিক অবমায়েংকে ছাড়া মাঠে নামে। তার বদলে দলকে নেতৃত্ব দেন স্প্যানিয়ার্ড হেক্টর বেলেরিন। ম্যাচের ২৬ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গানারদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজ। ২৮ মিনিটে লুইজের করা ফাউন থেে পাওয়া পেনাল্টিতে এগিয়ে যায় চেলসি। গোল করেন জর্জিনিয়ো। ২০১২-১৩ মৌসুমে হুয়ান মাতার পর চেলসির কোনো ফুটবলার এক মৌসুমে দুই লেগে আর্সেনালের বিপক্ষে গোল করলো।

৬৩ মিনিটে অসাধারণ এক গোলে ম্যাচে সমতা টানেন ব্রাজিলিয়ান টিনেজার গ্যাব্রিয়েল মার্টিনেলি। ম্যাচের ৮৪ মিনিটে ঘরের মাঠে সমর্থকদের উল্লাসে ভাসান চেলসি। আজপিলিকুয়েতা চেলসির পক্ষে ব্যবধান বাড়ান ২-১ গোলে। তবে তিন মিনিট পরে গোল করেন ভারপ্রাপ্ত অধিনায়ক বেলেরিন। ৭৩৭ দিন পরে প্রিমিয়ার লিগে গোল পেলেন এ স্প্যানিশ ফুটবলার।

তিন দিন আগে নিউক্যাসল ইউনাইটেডের কাছে হারের পর আর্সেনালের বিপক্ষে ড্র দেখলো চেলসি। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল ৪০ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে। আর টানা তিন ম্যাচ ড্র করা আর্সেনাল ৩০ পয়েন্ট আছে দশম স্থানে।

ঘরের মাঠে ড্র নিয়ে চেলসির কোচ ল্যাম্পার্ড বলেন, ‘দল বারবার একই ভুল করছে। এ ম্যাচে আমাদের জেতা উচিত ছিল।’ তবে চেলসির বিপক্ষে ড্র করলেও দল নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন গানার কোচ মিকেল আর্তেতা।

সাবেক এ গানার ফুটবলার বলেন, ‘আমি দলের কাছে যা চাইছি, তারা সেটি করার সর্বোচ্চ চেষ্টা করছে। আজ তারা যেভাবে সংঘবদ্ধ ফুটবল খেলেছি। আমি এটাই তাদের কাছে চাই। চেলসির মতো দলের বিপক্ষে তাদের মাঠে এ খেলা আমাকে মুগ্ধ করেছে। দল সঠিক পথেই আছে।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়