ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফুটবলে ট্রান্সফার ফির রেকর্ড গড়লো ২০১৯

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫২, ২৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফুটবলে ট্রান্সফার ফির রেকর্ড গড়লো ২০১৯

গত বছর ফুটবলের দল-বদলে নতুন মাত্রা যোগ হয়েছে। ট্রান্সফার ফিতে আগের সব রেকর্ডকে ছাড়িয়েছে ফুটবল বিশ্ব। ফিফার প্রতিবেদন অনুযায়ী, পুরুষদের ফুটবলে খেলোয়াড় কিনতে গত বছর রেকর্ড সাড়ে পাঁচ বিলিয়নের বেশি ইউরো খরচ করেছে ক্লাবগুলো। আমেরিকান ডলারের হিসাবে যা ৭৩৫ কোটি মার্কিন ডলারের সমান।

গত বছরের সবচেয়ে দামী ফুটবলার ছিলেন বেনফিকা থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেয়া পর্তুগিজ জোয়াও ফেলিক্স। ১২৬ মিলিয়ন ইউরো ট্রান্সপার ফিতে দল বদল করেন এই ফুটবলার। যা ট্রান্সফার ফির রেকর্ডে পঞ্চম সর্বোচ্চ।

বিশ্ব জুড়ে ফুটবলার কিনতে ২০১৮ সালের খরচের তুলনায় ৫.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে গত বছর। গত বছরের সর্বোচ্চ খরচ করেছে ইংলিশ ক্লাবগুলো। এবারো ১.৫ বিলিয়ন ইউরো খরচ করে শীর্ষে তারা। যদিও গত বছরের তুলনায় তাদের কমেছে ২২.১ শতাংশ। তবে গত বছর উল্লেখজনক ভাবে খরচ বেড়েছে মহিলা ফুটবলে। প্রায় ১৬.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে ২০১৮ সালের তুলনায়। মহিলা ফুটবলে দল-বদলে অধিকাংশ খেলোয়াড় যুক্তরাষ্ট্রের, প্রায় ২০ শতাংশ, মোট দল-বদল হয়েছে ৮৩৩টি। এ নিয়ে ফিফার কর্মকর্তা এমিলিও গার্সিয়া সিলভারো বলেন, ‘গত বছর মহিলা ফুটবলে উল্লেখজনকভাবে মার্কেট বৃদ্ধি পেয়েছে। এটা ফুটবলের জন্য অত্যান্ত ইতিবাচক। এছাড়া গত বছর পুরুষ ফুটবলেও রেকর্ড ট্রান্সফার ফি ঘটেছে।’

পুরুষ ফুটবলে মোট ১৮ হাজার ৪২টি দল-বদল হয়েছে, এটিও রেকর্ড। এই দল-বদলগুলো হয়েছে ১৭৮টি ভিন্ন দেশের ১৫ হাজার ৪৬৩ খেলোয়াড় নিয়ে।

আন্তর্জাতিক দল-বদলে সবচেয়ে বেশি ব্রাজিলের ৩০৬ ক্লাবের খেলোয়াড় নতুন ঠিকানায় গেছে। দ্বিতীয় সর্বোচ্চ জার্মানির ১৪৪, স্পেনের ১৩০ ও ইংল্যান্ডের ১২৮টি ক্লাবের খেলোয়াড় বিক্রি হয়েছে।

বাংলাদেশের হিসেবে গত বছর ৬২ হাজার ২৫৪ কোটিরও বেশি খরচ করেছে ক্লাবগুলো। বাংলাদেশের মোট বাজেটের আট শতাংশ। এ পরিমাণ অর্থ দিয়ে আফ্রিকান দরিদ্র দেশের চেহারা বদলে দেয়া সম্ভব। অথচ ফুটবলে এক বছরের দল-বদলে খরচ হয়েছে এ পরিমাণ টাকা। কারণ, ফুটবলের বিশ্ব আগের চেয়ে আরো বড় হচ্ছে। শুধু পিছিয়ে যাচ্ছে বাংলাদেশের ফুটবল। অর্থের ঝনঝনানি, বোর্ডের হম্ভিতম্ভি থাকলেও মাঠের ফুটবলে চিত্র এখনো বিবর্ণ।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়