ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

আমরা খুব কেঁদেছিলাম : সিজার

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ২৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আমরা খুব কেঁদেছিলাম : সিজার

বাংলাদেশ সফরে এসেছেন ব্রাজিলের সাবেক গোলরক্ষক জুলিও সিজার। বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাকক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। সেখানে শুভেচ্ছা বক্তব্যের শেষে মজা করে বলেন, ‘আশা করছি এখানে কেউ আমাকে ২০১৪ বিশ্বকাপের জার্মানির বিপক্ষে যা হয়েছিল সেটা নিয়ে প্রশ্ন করবে না।’

মজার ছলে বললেও তাকে এই প্রশ্নের সম্মুখীন হতেই হয়েছে। সেই স্মৃতিচারণ করতে গিয়ে আবেগী হয়ে গেলেন তিনি। তার কণ্ঠে যে উচ্ছ্বলতা ছিল সেটা মিইয়ে যায়। ধীর গলায় আমতা আমতা করে বলতে শুরু করেন, ‘ওই ম্যাচের পর আমরা কেউ-ই কোনো কথা বলিনি। ওই মুহূর্তটা আমাদের জন্য ও আমাদের সমর্থকদের জন্য খুবই বিব্রতকর ছিল। ওই ঘটনার আসলে কোনো ব্যাখ্যা হয় না। কোনো বিশ্লেষণ হয় না। ওই ম্যাচের মুহূর্তগুলো ভাবাটাও বেশ কঠিন।’

‘ওই ম্যাচের পর সবাই চুপ ছিলাম আমরা। আমাদের মধ্যে কেউ কেউ খুব কেঁদেছিল। তার মধ্যে আমিও ছিলাম। তবে কখনো কখনো ফুটবলে এমনটা ঘটে। অতীত নিয়ে পরে থাকলে চলে না। আমাদের সামনে এগিয়ে যেতে হয়। মাথা উঁচু রেখে কাজ করে যেতে হয়। এরপরও আমি খেলেছি। ওই ম্যাচে যারা খেলেছিল তাদের অনেকেই পরবর্তী বিশ্বকাপে খেলেছে। অনেকেই ভালো করেছে। তবে ওই মুহূর্তটা আমার জন্য ছিল ভিন্ন রকমের অভিজ্ঞতার।’

ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ওই ম্যাচে গোলরক্ষক ছিলেন জুলিও সিজার। তাকে একে একে সাতবার পরাস্ত করে জার্মানির খেলোয়াড়রা। ৭-১ গোলে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয় ব্রাজিলকে।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়