ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তারুণ্যের জয়গানে পাকিস্তান বধের প্রত্যয়

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩০, ২৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তারুণ্যের জয়গানে পাকিস্তান বধের প্রত্যয়

‘তরুণ নামের জয়মুকুট শুধু তাহারই, যাহার শক্তি অপরিমাণ, গতিবেগ ঝঞ্ঝার ন্যায়, তেজ নির্মেঘ আষাঢ় মধ্যাহ্নের মার্তণ্ডপ্রায়, বিপুল যাহার আশা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, বিরাট যাহার ঔদার্য, অফুরন্ত যাহার প্রাণ, অটল যাহার সাধনা, মৃত্যু যাহার মুঠিতলে।’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এভাবেই তারুণ্যের জয়গান করেছেন ‘যৌবনের গান’ প্রবন্ধে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ড্রেসিং রুম এখন যেন সেই তারুণ্যের প্রতিচ্ছবি। ড্রেসিংরুমে সব তরতাজা প্রাণ। যেন ঊনিশ-কুড়ির মহোৎসব। তারুণ্যের কন্ঠে একটাই কোরাস,`উই শ্যাল ওভারকাম…..।’

নতুন বছর, নতুন দশক। নতুন দশকের লাল-সবুজের প্রতিনিধিদের প্রথম লড়াই শুরু হচ্ছে আজ। অধিনায়ক মাহমুদউল্লাহ। সাথে আছেন তামিম। তাদের সাথে রয়েছে একঝাঁক তরুণ, প্রতিভাবান ও সামর্থ্যবান ক্রিকেটার। যাদের হাতেই ভবিষ্যত বাংলাদেশের ঝাণ্ডা।

টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান। তাদের ডেরায় ম্যাচ। ওখানকার নিরাপত্তা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হলেও শেষ পর্যন্ত লাহোরে খেলতে গেছে বাংলাদেশ। সেখানে পাচ্ছে রাষ্ট্র প্রধানের মতো নিরাপত্তা। কিন্তু ব্যাট-বল হাতে নিয়ে নিরাপত্তা ইস্যুতে মনোযোগী নয় মাহমুদউল্লাহরা।

‘বিমানে ওঠার সময়ই আমরা নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা ফেলে এসেছি, বাংলাদেশেই রেখে এসেছি। আমরা কেবল পাকিস্তানে ভালো ক্রিকেট খেলা নিয়েই ভাবছি। ভালো পারফর্ম করতে মুখিয়ে আছি আমরা।’

প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান ভয়ানক নয়। তবে অতীতে রেকর্ড, র‌্যাঙ্কিং তাদের হয়েই কথা বলছে। এর আগে ১০ টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিতেছে মাত্র ২টিতে, পাকিস্তান ৮টি। আর আইসিসির বর্তমান র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান শীর্ষে। বাংলাদেশের নয়ে।

এমন আকাশ-পাতাল পার্থক্যে থেকে লড়াইয়ের নামার আগে দুটি বিষয় ড্রেসিংরুমকে দিয়েছে বুক ভরা আত্মবিশ্বাস।

প্রথমত, তারুণ্য শক্তি।

মাহমুদউল্লাহ লাহোরে পৌঁছে সাফ জানিয়েছেন, স্কোয়াডে থাকা তরুণ ক্রিকেটাররা তার মূল শক্তি, ‘বিপিএলে পারফর্ম করা এক ঝাঁক তরুণ আছে আমাদের। ওই তরুণদের ওপর আমরা নির্ভর করব। তারুণ্য ও অভিজ্ঞতার দারুণ মিশ্রণ আছে আমাদের। এখন প্রয়োজন ব্যক্তিগত ও দলগতভাবে আমাদের খেলা নিয়ে ভাবা। তাহলে ভালো পারফরম্যান্স সম্ভব। এই তরুণরা ঘরোয়া ক্রিকেট ও বিপিএলে পারফর্ম করেছে। তাদের সামনে এটি ভালো সুযোগ নিজেদের মেলে ধরার। আমার ধারণা, এরা সুযোগের জন্য মুখিয়ে আছে।’

দ্বিতীয়, পাকিস্তানের বর্তমান ফর্ম।

টি-টোয়েন্টিতে শেষ দুই সিরিজেই হেরেছে পাকিস্তান। তাদের মাটিতেই গত অক্টোবরে শ্রীলঙ্কা তাদেরকে হারিয়েছে ৩-০ ব্যবধানে। আর নিজেরা গিয়ে অস্ট্রেলিয়ায় হেরে এসেছে ২-০ ব্যবধানে। সবশেষ ফল হওয়া ৯ ম্যাচে তাদের জয় মাত্র ১টিতে। এমন দলের বিপক্ষে লড়াই করার প্রেরণা পেতে এতোটুকুই কি যথেষ্ট নয়? তবে এসবে মনোযোগী নয় বাংলাদেশ।

‘এটি পাকিস্তানের জন্যও বড় সুযোগ। আমরা ওসব নিয়ে ভাবছি না। আমাদের মনোযোগ নিজেদের শক্তি-দুর্বলতার দিকে, কিভাবে আমরা ভালো পারফর্ম করতে পারি।’

প্রতিপক্ষকে সমীহ করলেও সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী মাহমুদউল্লাহ, ‘আমি খুব আশাবাদী আমার দল নিয়ে। যেন আমরা ভালো ক্রিকেট খেলতে পারি। আমি খুব আশাবাদী যেন আমরা সিরিজটা জিততে পারি।’

সাকিবের নিষেধাজ্ঞা, মুশফিকের অনুপস্থিতিতে দলে জায়গা হয়েছে তরুণ ক্রিকেটারের। ঘরোয়া ক্রিকেটের অলিগলি পেরিয়ে তারা এখন বড় মঞ্চে। সামনেই বিশ্বকাপ। বর্তমান স্কোয়াডের একাধিক ক্রিকেটারকে নিয়ে বিশ্বমঞ্চে যেতে চায় বাংলাদেশ। তারুণের দীর্ঘ লড়াইটা শুরু হচ্ছে আজ থেকে। তারুণ্যনির্ভর দলটির বোঝাপড়াটা কেমন হতে পারে প্রমাণ হয়ে যেতে পারে আজই।

 

ঢাকা/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়