ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাংলাদেশকে ধন্যবাদ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২০, ২৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশকে ধন্যবাদ

ফিলিস্তিনের অধিনায়ক সামেহ মারাবা || ছবি : আমিনুল ইসলাম

টানা দ্বিতীয়বারের মতো বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে ফিলিস্তিন। আজ শনিবার ফাইনালে বুরুন্ডিকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো গোল্ডকাপের শিরোপা জিতে নেয় তারা। ফাইনাল শেষে বাংলাদেশকে ধন্যবাদ দিয়েছেন ফিলিস্তিনের অধিনায়ক সামেহ মারাবা।

‘বাংলাদেশকে ধন্যবাদ এই টুর্নামেন্টে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আমাদের আতিথেয়তা দেওয়ার জন্য। ভালো লাগছে টানা দ্বিতীয়বারের মতো আমরা বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন হয়েছি। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এসেছিলাম। শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে এসেছিলাম। সেটা আমরা করতে পেরেছি। আমার সতীর্থদের ধন্যবাদ। দল হিসেবে আমরা ভালো খেলেছি। বুরুন্ডি ভালো দল। তারাও ভালো খেলেছে।’

বঙ্গবন্ধু গোল্ডকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২-০ গোলে হারায় ফিলিস্তিন। পরের ম্যাচে একই ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে নাম লেখায়। সেমিফাইনালে তারা পায় শিসেলসকে। তাদের ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে আসে। আর ফাইনালে মধ্য আফ্রিকার দেশ বুরুন্ডিকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নেয় যুদ্ধবিধ্বস্ত দেশটি।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়