ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘আইপিএল শেষে জানা যাবে ধোনির সিদ্ধান্ত’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৪, ২৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আইপিএল শেষে জানা যাবে ধোনির সিদ্ধান্ত’

আইপিএল শেষেই নির্ধারিত হবে ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির অবসর সিদ্ধান্ত। এমনটাই মনে করছেন দলটির কোচ রবি শাস্ত্রী। এদিকে সুরেশ রায়না মনে করেন ভারতের এখনো ধোনিকে প্রয়োজন।

বিশ্বকাপের সেমিফাইনালের পর থেকে জাতীয় দলের বাইরে ধোনি। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনো অবসরের ঘোষণা দেননি এ ৩৮ বছর বয়সী তারকা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান কিনা সে বিষয়েও মুখে কুলুপে আটকে বসে আছেন ধোনি। তবে আসন্ন আইপিএল শেষে সব কিচুর উত্তর মিলবে বলে মনে করেন ভারতের কোচ শাস্ত্রী।

শাস্ত্রী হিন্দুস্তান টাইমসে দেয়া এক সাক্ষাতকারে বলেন, ‘আইপিএলের পরে সবকিছু জানা যাবে। তখন আমরা জানবো, নির্বাচকেরা জানবে। এমনকি ধোনি নিজেও বুঝতে পারবে যে সে কি চাইছে।’

শাস্ত্রী বিশ্বাস করেন ধোনি নিজে থেকে অনুভব করে অবসর নিয়ে ফেলবেন। তিনি আরো যোগ করেন, ‘যখন সে টেস্টের থেকে অবসর নিয়েছে, তখন নিজের থেকে নিয়েছে। কেউ তার উপর চাপিয়ে দেয়নি। আশা করি এখনো সে একইভাবে চিন্তা করবে।’

এদিকে ২০১৯ সালে থেকে ক্রিকেটের বাইরে আছেন সুরেশ রায়না। হাঁটুর ইনজুরির জন্য অস্ত্রোপাচারও করতে হয়েছে তাকে। দীর্ঘদিনের সতীর্থ ধোনিকে নিয়ে রায়না বলেন, ‘ধোনি সম্ভবত মার্চ মাসের শুরু থেকে আইপিএলের জন্য প্রস্তুতি নেয়া শুরু করবেন। ধোনি এখনো যথেষ্ট ফিট। ভারতের এখনো ধোনিকে প্রয়োজন। আর তার যদি অবসর নিতেই হয়। তবে কোনো হট্টগোল না করেই বিদায় নিবে।’



ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়