ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জয়ে কি শেষটা রাঙাতে পারবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৩, ২৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জয়ে কি শেষটা রাঙাতে পারবে বাংলাদেশ

ভারতের বিপক্ষে তাদের মাটিতে টি-টোয়েন্টি জিতে জয়খরা কাটিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের মাঠেও এখনো জয়ের মুখ দেখেনি টাইগাররা। সিরিজে দুটি ম্যাচ হারা বাংলাদেশ আজ কি পারবে পাকিস্তানে জয়খরা কাটাতে? শেষ ম্যাচটি জয়ের রঙে রাঙাতে?

পাকিস্তানের মাঠে বাংলাদেশের জয়ে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে স্কোরবোর্ডে রান। দুটি টি-টোয়েন্টিতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু ব্যাটসম্যানদের মন্থর গতির ব্যাটিংয়ে প্রথম ম্যাচে ১৪১ রান তোলা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে করে ১৩৭। এ রান নিয়ে জয় পাওয়া সম্ভব নয়।

বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও তাই মনে করেন, ‘দুই ম্যাচে আমরা ১৪০ রানের আশেপাশে করেছি। টি-টোয়েন্টিতে এ রান নিয়ে জয় প্রায় অসম্ভব। আমাদের ১৬০-১৭০ রানের লক্ষ্য নিয়ে খেলা উচিত। তবেই জয়ের সম্ভাবনা থাকবে।’

আর তার জন্য দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদের। সেজন্য কিছু উপায়ও বাতলে দিয়েছেন টাইগারদের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। শেষ দুই ম্যাচে ধারাবাহিক রান করা তামিম ইকবালকে নিয়ে বলেন, ‘আমরা দেখেছি গত বিপিএলের আগের আসরের ফাইনালে তামিম কি করেছে। আমরা তার কাছে এ ধরনের ব্যাটিং আশা করি।’ এছাড়াও বাকিদের থেকে দায়িত্বশীল ব্যাটিংয়ের পাশাপাশি রানের আশা করেছেন এ ব্যাটিং কোচ।

এদিকে এ ম্যাচে সৌম্য সরকারের না খেলার সম্ভাবনা বেশি। দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে পড়েন সৌম্য। সৌম্য ছাড়াও জয়ের জন্য মরিয়া বাংলাদেশ এ ম্যাচে আরো দুটি পরিবর্তন আনতে পারে।

সবকিছু মিলিয়ে এক যুগ পরে যাওয়া প্রথম পাকিস্তান সফরে জয়ের মধুরতা দিয়ে শেষ করতে পারবে কি বাংলাদেশ? জানা যাবে আজ দুপুরেই।



ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়