ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রাতে দেশে ফিরছে বাংলাদেশ দল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ২৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাতে দেশে ফিরছে বাংলাদেশ দল

প্রথম দফা পাকিস্তান সফরে বাংলাদেশের প্রাপ্তির খাতা শূন্য। খালি হাতেই আজ রাতে দেশে ফিরছে বাংলাদেশ দল।

লাহোরে প্রথম দুই টি-টোয়েন্টি হেরে সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। আজ তৃতীয় ও শেষ ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। পাকিস্তান সিরিজ জিতে নিয়েছে ২-০ ব্যবধানে।

ফল হওয়া দুই ম্যাচেই বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক। প্রথম ম্যাচে তবুও কিছুটা লড়াই করতে পেরেছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে পাত্তাই পায়নি। দুই ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ করতে পারে ১৪১ আর ১৩৬।

সিরিজ হার নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচে স্কোয়াডের বাকিদের সুযোগ দিতে চেয়েছিলেন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো। আন্তর্জাতিক অভিষেক হতে পারত হাসান মাহমুদের। কিন্তু বৃষ্টি সে সুযোগও দেয়নি।

সব মিলিয়ে প্রথম দফা পাকিস্তান সফরে বাংলাদেশের সঙ্গী শুধু একরাশ হতাশা। সেই হতাশা সঙ্গী করেই রাতে দেশে ফিরতে হচ্ছে দলকে। বাংলাদেশ বিমানের বিশেষ উড়োজাহাজে বাংলাদেশ সময় রাত আড়াইটায় ঢাকায় নামার কথা দলের।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দ্বিতীয় দফা পাকিস্তান যাবে বাংলাদেশ দল। ৭ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিণ্ডিতে খেলবে একটি টেস্ট। আরেকটি টেস্ট ও একটি ওয়ানডে খেলতে বাংলাদেশ তৃতীয় দফা পাকিস্তান যাবে এপ্রিলে।


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়