ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ধোনির অবসরে ভারতের ক্ষতি দেখছেন কপিল দেব

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫০, ২৮ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ধোনির অবসরে ভারতের ক্ষতি দেখছেন কপিল দেব

মাহেন্দ্র সিং ধোনি জাতীয় দল থেকে অবসর নিলে দেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতি হবে বলে মনে করেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। ভারতীয় ক্রিকেটের এ অবস্থানে আসার পেছনে ধোনির অনেক অবদান আছে বলে মন্তব্য করেন এ কিংবদন্তি।

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে রয়েছেন ধোনি। ঐ আসরের সেমিফাইনালে অর্ধশতক হাঁকালেও দলকে জয় এনে দিতে পারেননি এ ক্রিকেটার। এরপর থেকে মাঠের বাইরে থাকা ধোনির অবসর নিয়ে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। কিন্তু এ বিষয়ে একদম চুপ ধোনি। কিছুদিন আগে ভারতেীয় দলের কোচ রবি শাস্ত্রী বলেন, ‘আইপিএলের উপর নির্ভর করছে ধোনির ভবিষ্যত।’

তবে ধোনির অবসর ভারতের ক্রিকেটের জন্য ক্ষতিকর হবে বলে মনে করেন কপিল। তিনি বলেন, ‘প্রত্যেককেই একদিন অবসর নিতে হয়। ধোনি অবসর নিলে তা দেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতি হবে। কারণ, ভারতীয় ক্রিকেটকে দীর্ঘদিন সেবা দিয়েছে ধোনি। ভারতের ক্রিকেটে তার অবদান প্রচুর।’

সম্প্রতি কেন্দ্রীয় চুক্তি থেকে ধোনিকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। খেলার বাইরে থাকায় ১৫ বছরের মধ্যে প্রথমবারে এমন দুঃসংবাদ পেতে হয় ধোনিকে। এর জন্যও দুঃখ প্রকাশ করেন ৬১ বছরের কপিল। শচীন, গাভাস্কারেরও এমন অবস্থায় পড়তে হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘কেন্দ্রীয় চুক্তিতে নেই ধোনি, এতে আমি দুঃখিত। গাভাস্কার-টেন্ডুলকারেরও এমন অবস্থা হয়েছিলো।’

এদিকে ভারতীয় দল এখনো ধোনিকে মিস করেন। এমনকি বাসে তার সিটে কেউ বসেন না এমনটি জানিয়েছেন দলটির লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। এক ভিডিওতে বাসের পেছনের কোনার সিট দেখিয়ে চাহাল বলেন, ‘এখানে একজন কিংবদন্তি বসতো। মাহেন্দ্র সিং ধোনি। তার এ সিটে কেউই বসে না। আমরা ধোনি ভাইকে খুব মিস করি।’



ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়