ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শ্রীলঙ্কার মন্থর ব্যাটিং

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ২৮ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রীলঙ্কার মন্থর ব্যাটিং

প্রথম দিন জিম্বাবুয়ে রান তুলেছিল দ্রুতগতিতে। দ্বিতীয় দিন পাল্টে গেল চিত্র। শ্রীলঙ্কা উপহার দিল মন্থর ব্যাটিং।

হারারেতে সিরিজের দ্বিতীয় টেস্টে মঙ্গলবার জিম্বাবুয়ের প্রথম ইনিংস থেমেছে ৪০৬ রানে। বাকি দিনে ৫৪ ওভারে ২ উইকেটে ১২২ রান তুলেছে শ্রীলঙ্কা। এখনো ২৮৪ রানে পিছিয়ে আছে সফরকারীরা। কুশল মেন্ডিস ১৯ ও অ্যাঞ্জেলো ম্যাথুস ৪ রানে অপরাজিত আছেন।

প্রথম দিন জিম্বাবুয়ে তুলেছিল তাদের রেকর্ড ৬ উইকেটে ৩৫২ রান। দ্বিতীয় দিনের সকালে বাকি ৪ উইকেটে তারা যোগ করতে পারে কেবল ৫৪ রান। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান টিনোটেন্ডা মুটমবডজি ৩৩ ও রেগিস চাকাভা করেন ৩১ রান।

৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার লাসিথ এম্বুলদেনিয়া। তবে তিনি রান দিয়েছেন ১৮২। ধনঞ্জয়া ডি সিলভা ৭১ রানে ৩টি ও সুরঙ্গা লাকমল ৩৭ রানে নেন ২ উইকেট।

লাঞ্চের আগে তিন ওভার ব্যাটিং করা শ্রীলঙ্কা পরের সেশনও কাটিয়ে দেয় বিনা উইকেটে। পেয়ে যায় শক্ত ভিত। কিন্তু দুই ওপেনারই সেট হয়ে আউট হয়েছেন, পারেননি ইনিংস বড় করতে।

দিমুথ করুনারত্নেকে ফিরিয়ে ৯৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন সিকান্দার রাজা। ১২০ বলে ৩ চারে লঙ্কান অধিনায়ক করেন ৪৪ রান। আরেক ওপেনার ওশাদা ফার্নান্দোও ফিরেছেন ঠিক ৪৪ করেই। ১১৯ বলে ৪ চারে সাজান ইনিংসটি।

দিনের বাকি সময়টা নিরাপদে পার করে দেন মেন্ডিস ও ম্যাথুস। বৃষ্টি আর আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ হয়েছে অবশ্য আগেভাগেই।

 

ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়