ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জয় পেয়েও দ্বিতীয় স্থানে বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ১৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জয় পেয়েও দ্বিতীয় স্থানে বার্সেলোনা

ন্যু ক্যাম্পে গেটাফের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। এ জয়ে ২৪ ম্যাচ থেকে ৫২ পয়েন্ট সংগ্রহ দাঁড়ালো কাতালান ক্লাবটির। সমান পয়েন্ট রিয়াল মাদ্রিদেরও। তবে ২ গোল ব্যবধানে পিছিয়ে থেকে তালিকার দ্বিতীয় স্থানে থাকতে হচ্ছে বার্সেলোনাকে।

লা লিগায় কোচ হিসেবে ১০০তম ম্যাচে মাঠে নামেন গেটাফের কোচ হোসে বোরডালাস। কোচের শততম ম্যাচে উজ্জীবিত গেটাফে ন্যু ক্যাম্পে আগে গোলের দেখা পায়। ম্যাচের ২৭ মিনিটের মাথায় অ্যালান নিওম গোল করেন। তবে ভিএআরের সহায়তা নিয়ে রেফারি গোলটি বাতিল বলে ঘোষণা দেন। কারণ এর আগে স্যামুয়েল উমতিতিকে ফাউল করেন এ স্ট্রাইকার।

নিজেদের জালে বল জড়ানোর শোধ এর ছয় মিনিট পর তোলে বার্সেলোনা। ম্যাচের ৩৩ মিনিটের মাথায় স্বাগতিকদের ১-০ গোলে এগিয়ে দেয় আঁতোয়ান গ্রিজমান। এর ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার সার্জি রবার্তো।

তবে দ্বিতীয়ার্ধে এক গোল শোধ করে গেটাফের অ্যাঙ্গেল রদ্রিগেজ। ম্যাচের ৬৬ মিনিটে টের স্টেগানকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান এ স্পেনের ফুটবলার। ম্যাচের ৭৬ মিনিটে লিওনেল মেসির দারুণ এক পাস গোলরক্ষককে একা পেয়েও কাজে লাগাতে পারেননি গ্রিজমান। বাকি সময় দুই দল চেষ্টা করলেও আর গোলের দেখা পাননি।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়