ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

২০২৩-৩১ সাল পর্যন্ত যেসব টুর্নামেন্ট আয়োজন করবে আইসিসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ১৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২০২৩-৩১ সাল পর্যন্ত যেসব টুর্নামেন্ট আয়োজন করবে আইসিসি

ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে আইসিসির ইভেন্টগুলো। সেই তালিকায় রয়েছে বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি ও টেস্ট চ্যাম্পিয়নশিপ। ২০২৩ সাল থেকে ক্রিকেটে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা চালাচ্ছে আইসিসি। টেস্টকে করতে চাচ্ছে চারদিনের। যাতে করে জনপ্রিয়তার তুঙ্গে থাকা সীমিত ওভারের ক্রিকেট বেশি বেশি আয়োজন করা যায়।

সেই পরিকল্পনা অনুযায়ী ২০২৩ সাল থেকে ২০৩১ সাল পর্যন্ত আইসিসি তাদের ইভেন্টগুলোর সূচি প্রকাশ করেছে সাল অনুযায়ী। তাতে দেখা গেছে ২০২৩ সাল থেকে ২০৩১ সাল পর্যন্ত নারী ও পুরুষদের আইসিসি টি-টোয়েন্টি টুর্নামেন্ট হবে ৮টি! ওয়ানডে বিশ্বকাপ হবে ৮টি। আর টেস্ট চ্যাম্পিয়নশিপ হবে ৩টি।

সাল অনুযায়ী চলুন সেগুলো দেখ নেওয়া যাক।

২০২৩ সাল :

এই বছর একটি আইসিসি টুর্নামেন্ট হবে।

১. নারীদের ওয়ানডে চ্যাম্পিয়নস কাপ।

 

২০২৪ সাল :

এই বছরে দুটি টুর্নামেন্ট হবে। দুটোই টি-টোয়েন্টি।

১. পুরুষদের টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস কাপ।

২. নারীদের টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস কাপ।

 

২০২৫ সাল :

এই বছরে মোট তিনটি আইসিসি টুর্নামেন্ট হবে।

১. ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।

২. পুরুষদের ওয়ানডে চ্যাম্পিয়নস কাপ।

৩. নারীদের ওয়ানডে বিশ্বকাপ।

 

২০২৬ সাল:

এই বছরও দুটি আইসিসির ইভেন্ট রয়েছে।

১. পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

২. নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

 

২০২৭ সাল :

২০২৭ সালে আইসিসির তিনটি ইভেন্ট রয়েছে। সেগুলো হল-

১. ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।

২. পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ।

৩. নারীদের ওয়ানডে চ্যাম্পিয়নস কাপ।

 

২০২৮ সাল :

এই বছর আইসিসি দুটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবে।

১. পুরুষদের টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস কাপ।

২. নারীদের টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস কাপ।

 

২০২৯ সাল :

২০২৯ সালে তিনটি আইসিসি ইভেন্ট রয়েছে।

১. ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।

২. পুরুষদের ওয়ানডে চ্যাম্পিয়নস কাপ।

৩. নারীদের ওয়ানডে বিশ্বকাপ।

 

২০৩০ সাল :

এ বছর দুটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবে আইসিসি। দুটিই বিশ্বকাপ।

১. পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

২. নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

 

২০৩১ সাল :

দুটি ইভেন্ট রয়েছে আইসিসির।

১. ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।

২. পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়