ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শচীনের অন্যরকম পুরস্কার অর্জন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ১৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শচীনের অন্যরকম পুরস্কার অর্জন

ক্রিকেটীয় ক্যারিয়ারে শচীন টেন্ডুলকার অসংখ্যবার পুরস্কার জিতেছেন। তবে তার কাছে সবচেয়ে সেরা পুরস্কার ছিল ২০১১ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা অর্জন। সুদীর্ঘ ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে ওয়ানডেতে শিরোপার স্বাদ নিয়ে বিদায় নেন ভারতের এ ব্যাটিং ঈশ্বর।

বিশ্বকাপের শিরোপা জিতে কিংবদন্তিতুল্য শচীনকে তখন কাঁধে উঠিয়ে মাঠ প্রদক্ষিণ করেন বিরাট কোহলি, সুরেশ রায়নার মতো তরুণ ক্রিকেটাররা। আর এ ‘ল্যাপ অব অনারের’ জন্য পুরস্কার জিতেছেন শচীন টেন্ডুলকার। লরিয়াস ট্রফি অনুষ্ঠানে গত দুই দশকের ‘সেরা স্পোর্টিং মোমেন্ট’-এর পুরস্কার হিসেবে এটি বাগিয়ে নেন ভারতের কিংবদন্তি সাবেক এ তারকা ব্যাটসম্যান। বিভিন্ন ক্যাটাগরির মধ্যে কেবল এই পুরস্কারটি সাধারণ দর্শকের ভোটে নির্বাচিত করা হয়।

জার্মানির বার্লিনে গত সোমবার লরিয়াস পুরস্কারের ঘোষণা করা হয়। এ বছর বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও ব্রিটেনের ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিলটন। গত বছর এটি জিতেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়