ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

গেম প্ল্যান জানাতে হবে বিসিবি প্রধানকে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ১৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গেম প্ল্যান জানাতে হবে বিসিবি প্রধানকে

‘চমক আমি দেখতে পাচ্ছি। খেলোয়াড়রাও দেখতে পাচ্ছে।   কিন্তু কেউই বলতে পারছে না সিদ্ধান্তগুলো কে নিচ্ছে! তাই আমি আগের দিন জানতে চাই গেম প্ল্যান কি?’ – বুধবার মিরপুর হোম অব ক্রিকেটে বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এর আগে একাধিকবার বোর্ড প্রধান অভিযোগ করেছেন ম্যাচের পরিকল্পনা তাকে যা জানানো হচ্ছে তা মাঠে প্রয়োগ হচ্ছে না। সরাসরি তার অভিযোগ, ‘আমাকে বলে যাচ্ছে টস জিতলে বোলিং নেবে। মাঠে গিয়ে দেখি টস জিতে ব্যাটিং নিচ্ছে।’

ব্যাটিং অর্ডার দেখে রীতিমত অবাক বোর্ড প্রধান, ‘আমরা দেখছি, যারা জীবনে উপরে খেলেনি, তাদের উপরে খেলানো হয়েছে। পাকিস্তানে টি-টোয়েন্টিও আমি দেখতে গেলাম, ব্যাটিং অর্ডার পরিবর্তন করা হয়েছে। কে কোথায় আসছে না আসছে কিছুই জানানো হয়নি আমাকে। বিশ্বকাপের শেষ ম্যাচ থেকেই এমন হচ্ছে, তারপর আফগানিস্তান সিরিজ। পুরো পরিবর্তন হয়ে গেছে দলটা। আমি যা জানতাম তার কিছুই হয়নি।’

জাতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের নিয়ে বুধবার ‘রুদ্ধদ্বার’ বৈঠক করেছেন নাজমুল হাসান। তামিম, মুশফিক ও মুমিনুল সেই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের কি কি আলোচনা হয়েছে তা জানাতে গিয়ে বলেছেন,

‘তামিম, মুশফিক এবং মুমিনুল এই তিনজনের সঙ্গে আমি বসেছি। বলেছি বিশ্বকাপ পর্যন্ত যা খেলেছ, খেলেছ আমি সন্তুষ্ট। তবে হ্যাঁ আরেকটা ম্যাচ জিততে পারলে অন্যরকম হতো। এরপর থেকে যে কয়টা খেলা হয়েছে, সেটা কোনভাবেই বাংলাদেশ দল নয়। যে দল আমরা চার বছর দেখে আসছি কোনভাবে মিল পাচ্ছি না। এটা নিয়ে ওদের সঙ্গে আলাপ করছি। সব দলেরই ভাল-খারাপ সময় যায়। আমাদের যে দল আছে, সেই দল অনেকগুলো দেশে গিয়ে ওদের বিপক্ষে জেতার সামর্থ্য রাখে। সেভাবেই ওদের এগিয়ে যেতে বলেছি।’


ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়