ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভারত ম্যাচের আগে পাকিস্তানের বিপক্ষে জয় বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১০, ২০ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারত ম্যাচের আগে পাকিস্তানের বিপক্ষে জয় বাংলাদেশের

আগামীকাল থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। বাংলাদেশের নারী ক্রিকেটাররা চতুর্থবারের মতো এ বৈশ্বিক আসরে অংশ নিতে যাচ্ছে। আগের তিনবারের চেয়ে এবার নারী টাইগারদের কাছে সমর্থকদের আশা বেশি। দলও তার প্রতিফলন দেখিয়েছে প্রস্তুতি ম্যাচেই।

২৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করার আগে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারাল বাংলাদেশের নারীরা। ব্রিসবেনে অনুষ্ঠিত ম্যাচে ৫ রানের জয় তুলে নেয় সালমা-জাহানারারা।

টসে জিতে বাংলাদেশ অধিনায়ক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ১১১/৮ সংগ্রহ দাঁড় করাতে পারে বাংলাদেশ। যার বেশিরভাগ কৃতিত্ব ওপেনার মুর্শিদা খাতুনের। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান আসে এ ব্যাটারের ব্যাট থেকে। ১৩.৪ বলে দলীয় ৮৩ রানের মাথায় মুর্শিদা আউট হলে বাকি ৩৮ বলে টাইগার নারীরা তুলতে পারে মাত্র ২৮ রান।

ম্যাচে বাংলাদেশের মোট চার ব্যাটার দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেন। মুর্শিদা ছাড়াও নিগার ১৩, ফারজানা ২১ ও রিতু মণি করেন অপরাজিত ১৪ রান। পাকিস্তানের পক্ষে আইমান আনোয়ার নেন সর্বোচ্চ ২ উইকেট।

জবাবে ব্যাটিংয়ে নেমে জাহানারার তোপের সঙ্গে সালমা-খাদিজার ঘূর্ণিতে ১০৬ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। শুরুতে সালমা-জাহানারা ২৩ রানের মধ্যে পাকিস্তানের ৩ ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখান। এরপরে চতুর্থ উইকেটে ২৭ রানের জুটি গড়ে তোলে পাকিস্তান। পান্না ঘোষ ১৪ রান করা নিধা ধরকে ফেরান। পরের তিন উইকেট তুলে নেন ডানহাতি অফ ব্রেক বোলার খাদিজা। তার মধ্যে বাংলাদেশের জয়ে হুমকি হয়ে ওঠা পাকিস্তানের ওপেনার জাভেরিয়া খানের (৪১) উইকেটও আছে।

১৬ ওভারে ৭৯ রানে ৭ উইকেট হারিয়ে এমনিতে ব্যাকফুটে ছিল পাকিস্তান। বাংলাদেশের জয় ছিল সময়ের ব্যাপার। তবে সেখানে হালকা রোমাঞ্চ ছড়িয়েছেন পাকিস্তানের আলিয়া রিয়াজ (১৮) ও ফাতিমা সানা (৯*)। প্রথম স্পেলে ৯ রান দেয়া সালমার শেষ ২ ওভার থেকে ১৯ রান তুলে নেয় পাকিস্তানের ব্যাটাররা। তবে বাংলাদেশের জয় নিশ্চিত করেন জাহানারা। শেষ ৩ উইকেট তুলে নিয়ে ৫ রানের জয় এনে দেন বাংলাদেশকে। এ পেসারের বোলিং ফিগার ছিল ৩.৪ ওভারে ২২ রানে ৪ উইকেট।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে পাকিস্তানের বিপক্ষে জয় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য।



ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়