ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

উইলিয়ামসনের চোখে আধুনিক ক্রিকেটে সেরা কে!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০০, ২০ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উইলিয়ামসনের চোখে আধুনিক ক্রিকেটে সেরা কে!

আধুনিক ক্রিকেটে সেরা ব্যাটসম্যান কে কে? নানা মুনির নানা মতে ঘুরেফিরে যে কয়টি নাম আসবে সেখানে অবশ্যই থাকবে ভারতীয় বিরাট কোহলি, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের নাম। তবে কিউই অধিনায়ক উইলিয়ামসনের চোখে বর্তমান সেরা কে!

কোনো রাখঢাক না করে ভারতীয় অধিনায়ক কোহলির নামটাই বেছে নিয়েছেন উইলিয়ামসন। যদিও ব্যাট হাতে সময়টা মোটেও ভালো কাটছে না কোহলির। গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বাজে ওয়ানডে সিরিজ কাটিয়েছেন। টি-টোয়েন্টিতেও ছিলেন না সেরা ফর্মে। নিউজিল্যান্ড সফরে সাত ইনিংস ব্যাট করে ফিফটি পেয়েছেন মাত্র একটি, নেই কোনো সেঞ্চুরি। যার প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়েও। টি-টোয়েন্টিতে নেমে গেছেন দশ নম্বরে।

ক্রিকেট বোদ্ধাদের মতে, বারবার নিজের ব্যাটিং পজিশন বদলানো রান না পাওয়ার কারণ হতে পারে এ ভারতীয় অধিনায়কের। তবুও কিউই অধিনায়কের চোখে, কোহলি বিশ্বসেরা, ‘অবশ্যই, কোন সন্দেহ নেই কোহলি সব ফরম্যাটের সেরা ব্যাটসম্যান।’

ওয়েলিংটনে ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি খেলতে নামবে নিউজিল্যান্ড। এর আগে সংবাদ সম্মেলনে ভারতীয় দল নিয়েও কথা বলেন উইলিয়ামসন, ‘ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে আছে। কারণ দল হিসেবে তারা হিসেবে যথেষ্ট ভালো। তাদের দলে বেশ কিছু কোয়ালিটি ব্যাটসম্যান এবং বিশ্বমানের বোলার আছে। শুধু কোন একজনের ওপর নজর রাখলে চলবে না। তাদের পুরো দলের দিকে চোখ রাখতে হবে।’

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় ব্যবধানেই শীর্ষে আছে ভারত। এখন পর্যন্ত ৭ টেস্ট খেলে প্রতিটিতেই জেতায় ভারতীয়দের পয়েন্ট ৩৬০। দুই নম্বরে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ২৯৬, তবে অজিরা ম্যাচ খেলেছে ১০টি। অন্য কোন দলের পয়েন্ট দেড়শও পেরোয়নি।

নিউজিল্যান্ড-ভারতের মধ্যকার ওয়েলিংটন টেস্ট বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে চারটায় মাঠে গড়াবে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১।


ঢাকা/এসএইচএস/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়