ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অনন্য এক ইতিহাসের দ্বারপ্রান্তে টেলর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ২০ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অনন্য এক ইতিহাসের দ্বারপ্রান্তে টেলর

টেস্ট ক্রিকেট ইতিমধ্যে ১৪২ বছর পেরিয়েছে। ওয়ানডে ক্রিকেটের বয়সও অর্ধশত ছোঁয়ার অপেক্ষায়। টি-টোয়েন্টি ক্রিকেটের বয়স ১৫ পেরিয়েছে। তিন ফরম্যাটের ক্রিকেট ইতিহাসে হাজার হাজার ক্রিকেটার খেলেছেন। তাদের কেউ-ই এমন মাইলফলক স্পর্শ করতে পারেননি, যেটা নিউজিল্যান্ডের রস টেলর করতে যাচ্ছেন শুক্রবার সকালে।

ক্রিকেট ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে আগামীকাল তিনি তিন ফরম্যাটেই ১০০ ম্যাচ খেলার নজির স্থাপন করবেন। তৈরি করবেন নতুন একটি এলিট ক্লাব। নিউজিল্যান্ডের হয়ে অনেক আগেই ১০০ ওয়ানডে খেলেছেন। সম্প্রতি টি-টোয়েন্টিও খেলেছেন ১০০টি। ৯৯ টেস্ট খেলা এই ক্রিকেটার শুক্রবার নিউজিল্যান্ডের স্থানীয় সময় সকালে ভারতের বিপক্ষে খেলতে নামবেন ক্যারিয়ারের শততম টেস্ট। এর মধ্য দিয়ে ৩৬ বছর বয়সী টেলর নতুন রেকর্ড গড়বেন।

এমন কীর্তির সামনে দাঁড়িয়ে টেলর বলেছেন, ‘এমন ক্লাবে প্রথম হতে পেরে ভালো লাগছে। আমার ক্যারিয়ারে ইতিমধ্যে আমি অনেক সময় পার করেছি। ভবিষ্যতে হয়তো এই ক্লাবে আরো অনেকেই যোগ দিবে। কিন্তু আমি সবার আগে যোগ দিচ্ছি বিষয়টা ভালো লাগছে। ২০০৫ সালে টি-টোয়েন্টি ক্রিকেট শুরু হয়। আমি আমার ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি খেলি ২০০৬ সালে।’

তবে এর চেয়েও বেশি উচ্ছ্বসিত তিনি ১০০তম টেস্ট খেলা নিয়ে, ‘বেসিন রিজার্ভ এমন একটি মাঠ যেখানে আমি সর্বপ্রথম এসেছিলাম। ক্রিকেট খেলা দেখেছিলাম। আর সেখানেই আমি শততম টেস্ট খেলতে যাচ্ছি। আমার বাবা-মায়ের জন্য এটা দারুণ। যারা আমার ক্যারিয়ারে দারুণ প্রভাব রেখেছে। তাদের কারণেই আমি টিলার ওপাশে বেসিন রিজার্ভে আমার ক্যারিয়ারের ট্রেন ধরতে পেরেছি।’

অবশ্য শততম টেস্ট খেললেও সেটা নিয়ে উদ্বাহু হচ্ছেন না। করবেন না কোনো উদযাপন, ‘আসলে এখনো অনেক খেলা বাকি আছে। এখনো অনেক ক্রিকেট ম্যাচ হচ্ছে।’

গেল ১৪ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন রস টেলর। তিন ফরম্যাটে ম্যাচ খেলেছেন ৪৩০টি। রান করেছেন ১৭ হাজার ৬৫৩টি। ২০০৬ সালের মার্চে ওয়ানডে অভিষেক হয় তার। এ পর্যন্ত তিনি ২৩১টি ওয়ানডে খেলেছেন। ২০০৬ সালের ডিসেম্বরে টি-টোয়েন্টিতে তার অভিষেক হয়। নিউজিল্যান্ডের হয়ে এ পর্যন্ত খেলেছেন ১০০টি ম্যাচ। ২০০৭ সালের নভেম্বরে হয় টেস্ট অভিষেক। এ পর্যন্ত খেলেছেন ৯৯ টেস্ট।


ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়