ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পারফর্ম করে মাহমুদউল্লাকে টেস্ট দলে ফিরতে হবে: ডমিঙ্গো

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৬, ২১ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পারফর্ম করে মাহমুদউল্লাকে টেস্ট দলে ফিরতে হবে: ডমিঙ্গো

‘মাহমুদউল্লাহর টেস্ট ক্যারিয়ার কি শেষ?’

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরুর আগে কোচ রাসেল ডমিঙ্গোর কাছে সরাসরি জানতে চাওয়া হয়েছিল। দক্ষিণ আফ্রিকান কোচ জানালেন, ‘মোটেও তার টেস্ট ক্যারিয়ার শেষ নয়।’

রাওয়ালপিন্ডি টেস্ট শেষে রাসেল ডমিঙ্গো মাহমুদউল্লাহর টেস্ট ভবিষ্যত নিয়ে সরাসরি কথা বলেছেন। আলোচনায় কোচ মাহমুদউল্লাহকে শুধু সাদা বলের ক্রিকেটে মনোযোগ দেওয়ার কথা বলেছেন। কোচ সংবাদ সম্মেলনে আজ নিজেও বললেন একই কথা, ‘এ মুহূর্তে সে দলের বাইরে। তবে সত্যি বলতে আমি তাকে লাল বলের ক্রিকেট ভবিষ্যত নিয়ে চিন্তা করতে বলেছি। সে আমাদের দলের সাদা বলের ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। আমাদের মূল খেলোয়াড়। ’

টেস্ট দলে ফিরতে তাকে পারফর্ম করে ফিরতে হবে, সাফ জানিয়েছেন ডমিঙ্গো,‘টেস্ট দলে জায়গা পেতে হলে তাকে আবার সেভাবেই পারফর্ম করে ফিরতে হবে। আমি কেউ নই যে কোনো খেলোয়াড়কে বলবো তোমার খেলা বন্ধ করা উচিত। বিশেষ করে দীর্ঘসময় ধরে যারা খেলছে এবং পারফর্ম করছে এমন কাউকে তো বলা যাবে না। তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে কখন সে দেশের হয়ে খেলা শেষ করবে। আমি নিশ্চিতভাবেই তাকে সেই সুযোগটি দেব। ’

কোচের বিশ্বাস মাহমুদউল্লাহ লড়াই করে টেস্ট দলে নিজের জায়গায় ফিরে পাবে, ‘রিয়াদের কথা যেটা বলব, সে লড়তে জানে। আমি নিশ্চিত সে টেস্ট দলে তার জায়গা পেতে কঠিন লড়াই করবে। ৪৯টা টেস্ট খেলেছে। বাংলাদেশের জন্য দারুণ পারফর্ম করেছে। এরকম দৃঢ়চেতা মানসিকতা ও দলে জায়গা ফিরে পাওয়ার জেদ আমাদের জন্য ভালো। ’

রঙিন পোশাকের মতো সাদা পোশাকে মাহমুদউল্লাহর পারফরম্যান্স উজ্জ্বল নয়। বিশেষ করে নিয়মিত পারফর্ম না করায় তার অর্জনগুলো আড়াল হয়ে যায়। ডমিঙ্গো জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর চার টেস্টে মাহমুদউল্লাহর ব্যাট হাসেনি। এ সময়ে তার ইনিংসগুলো ছিল এরকম, ৭, ৭, ১০, ১৫, ৬, ৩৯*, ২৫ ও ০। রাওয়ালপিন্ডি টেস্টে দুই ইনিংসেই মাহমুদউল্লাহর আউটের ধরণ ছিল দৃষ্টিকটু। এরপরই তাকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন ডমিঙ্গো।   


ঢাকা/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়