ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দুঃসময় কাটিয়ে উঠার চ্যালেঞ্জ মুমিনুলের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৮, ২১ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুঃসময় কাটিয়ে উঠার চ্যালেঞ্জ মুমিনুলের

মুমিনুল হকের ছোট্ট কাঁধে বড় চাপ। একে তো নিজে রয়েছেন অফফর্মে। পাশাপাশি তার কাঁধে দলের দায়িত্ব।

সব মিলিয়ে মুমিনুল যেনো হারিয়ে গিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটের বিশাল সমুদ্রে! অকপটে স্বীকার করতে কার্পণ্যও করলেন না এ টেস্ট অধিনায়ক, ‘প্রথম প্রথম একটু অস্বস্তিতে ছিলাম। এখন একটু স্বস্তিতে আছি।’ স্বস্তিতে ফেরার বড় কারণ আবার দেশের মাটিতে টেস্ট। যেখানে মুমিনুল হক রাজা। দেশের মাটিতে মুমিনুলের পারফরম্যান্স বলছে এ কথা। ২২ টেস্টে ৫৫.৩৩ গড়ে রান ১৯৯২।

সবশেষ তিন টেস্টে জাতীয় দলের হতশ্রী পারফরম্যান্সের বড় কারণ ছিল দেশের বাইরে টেস্ট। দেশের বাইরে সাদা পোশাকে মাঠে নামা মানেই মুমিনুলের দুঃসময় ফিরে আসা। ভারতের বিপক্ষে দুই টেস্টে অধিনায়ক মুমিনুলকে তো পাওয়াই যায়নি। পাকিস্তানেও মুমিনুল ছিলেন নিষ্প্রভ। তিন টেস্টেই তার কাঁধে ছিল দায়িত্ব। তবে হাসেনি মুমিুনলের ব্যাট। সেই দুঃসময় কাটিয়ে উঠার চ্যালেঞ্জ নিয়ে আগামীকাল মাঠে নামতে যাচ্ছেন মুমিনুল।

‘এই ম্যাচটা জিততে পারলে বা ভালো ক্রিকেট খেলতে পারলে দুঃসময় কেটে যাবে। ব্যাডপ্যাচের মধ্যে ছিলাম, সেটা ওভারকাম হবে। যে সংস্কৃতিটা তৈরি করার চেষ্টা করছি সেটা অনেকটা পরিবর্তন হবে।’

অবশ্য দেশের মাটিতে সবশেষ টেস্টেও বাংলাদেশ পেয়েছিল বিশাল লজ্জা। ঘরের মাঠে বাংলাদেশ হেরেছিল আফগানিস্তানের বিপক্ষে। সকল হতাশা কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ নিয়েই জিম্বাবুয়েকে আতিথেয়তা দেওয়ার অপেক্ষায় মুমিনুল হকের দল।

‘প্রত্যেকটা সিরিজেই, প্রত্যেকটা ম্যাচেই আমরা জেতার জন্য নামি। জিম্বাবুয়ে হোক, অস্ট্রেলিয়া হোক। অবশ্যই আমরা জেতার জন্য আশাবাদী। শুধু আশা থাকলে তো হবে না, আত্মবিশ্বাসও থাকতে হবে। আশা করি ভালো ক্রিকেট খেলতে পারব।’

প্রতিপক্ষ জিম্বাবুয়েকে অবজ্ঞা করছেন না মুমিনুল, ‘জিম্বাবুয়ে আমাদের এখানে এসেছে বলে খাটো করে দেখার কিছু নেই। সব দলই ভালো। জিম্বাবুয়েকে সবসময়ই ভালো দল হিসেবেই সমীহ করি।’

মিরপুর টেস্টের আগে কোনো চাপ অনুভব করছেন না তাও সরাসরি জানিয়ে রেখেছেন বাংলাদেশের অধিনায়ক, ‘আন্তর্জাতিক ম্যাচে চাপ থাকবেই। অতটুকু নিতেই হবে। সবাই সেভাবেই চেষ্টা করছে। সবাই উন্নতি করতে মরিয়া হয়ে চেষ্টা করছে। ৪-৫ দিন ধরে সবাই ম্যাচটা খেলার জন্য এক্সাইটেড।’

দেশ ও দেশের বাইরে মিলিয়ে টেস্টে সর্বশেষ ১৪ ইনিংসে কোনো সেঞ্চুরি নেই মুমিনুলের। সবশেষ সেঞ্চুরি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে। মিরপুর টেস্ট দিয়ে রান খরা কি কাটাতে পারবেন মুমিনুল?


ঢাকা/ইয়াসিন/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়