ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ট্রিপল সেঞ্চুরির কথা দিয়ে রাখলেন মুমিনুল!

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ২১ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রিপল সেঞ্চুরির কথা দিয়ে রাখলেন মুমিনুল!

‘চাইলে বড়ই চাইব।’ –জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে বুক ভরা আত্মবিশ্বাস নিয়ে এ কথা বললেন মুমিনুল হক। 

দীর্ঘদিন ধরেই সেঞ্চুরি নেই ব্যাটসম্যানদের ব্যাট থেকে। সবশেষ যে দুজন সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তারা কেউই দলে নেই। ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে সেঞ্চুরি পেয়েছিলেন সৌম্য ও মাহমুদউল্লাহ। এরপর চার টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানরা কেউই সেঞ্চুরির কাছাকাছি যেতে পারেননি। তামিম ওয়েলিংটনে এবং মুশফিক ইডেনে ৭৪ রান করেছিলেন।

বলার অপেক্ষা রাখে না দলের ভরাডুবির বড় কারণ ব্যাটসম্যানদের অফফর্ম। ব্যাটসম্যানরা রান না পেলে যে কাজটা কঠিন হয়ে যায় তা ভালোভাবেই জানেন অধিনায়ক মুমিনুল হক, ‘সত্যিই একটা ১০০ না থাকলে দলের আত্মবিশ্বাস নিচে নেমে যায়। আমরা ব্যাডপ্যাচে ছিলাম। কথা দিলাম শিগগিরই ব্যাডপ্যাড কেটে যাবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে মুমিনুল বড় স্বপ্ন দেখিয়েছেন। কথা দিয়েছেন দলের কোনো না কোনো ব্যাটসম্যান বড় কিছুই করে দেখাবেন মিরপুর শের-ই-বাংলায়, ‘দলের কথা বলছি, দলের মধ্য থেকে একটা ১০০, ২০০ বা ৩০০ আসবে। ৩০০-ই ধরি। চাইলে বড় কিছুই চাইব। যে কোনো ব্যাটসম্যান এরকম বড় ইনিংস খেলতে পারবে, ইনশাল্লাহ।’

দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম ফিরেছেন। মুশফিক ফেরায় স্বস্তি পাচ্ছেন মুমিনুল, ‘দলে সিনিয়র কেউ না থাকলে দুশ্চিন্তা থাকে। এখন মুশফিক ভাই আসছে, অনেক বেশি স্বস্তিদায়ক মনে হয়। আমারও আত্মবিশ্বাস বাড়লো।’

 

ঢাকা/ইয়াসিন/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়