ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ডমিঙ্গোর কিছু বলার আছে...

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫১, ২১ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডমিঙ্গোর কিছু বলার আছে...

সংবাদ সম্মেলন চলছিল মিরপুর শের-ই-বাংলায়।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের আগে নিজেদের প্রস্তুতি আর প্রত্যাশা জানাতে কোচ রাসেল ডমিঙ্গো ও অধিনায়ক মুমিনুল হক দুজনই এসেছিলেন সংবাদ সম্মেলনে। প্রায় মিনিট বিশেকের মতো হলো। শুরুতে রাসেল ডমিঙ্গো ও এরপর মুমিনুল হক গণমাধ্যমের মুখোমুখি হলেন।

কিন্তু সংবাদ সম্মেলন, শেষ হয়েও হলো না! ডমিঙ্গোর কিছু বার্তা দেওয়া বাকি ছিল। নিজ থেকে আগ্রহ নিয়ে কথা বলা শুরু করলেন। জানিয়ে রাখলেন, কথা গুলো অফ দ্য রেকর্ড! শুধুমাত্র নিজের ভাবনা ভাগাভাগি করছেন গণমাধ্যমে।

‘যাওয়ার আগে দুই একটি বিষয়ে কথা বলতে চাই, যদিও এটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন...’

‘বাংলাদেশে ক্রিকেট ক্ষ্যাপাটে। দর্শক, সংবাদমাধ্যম সবার মনোযোগ এখানে অবিশ্বাস্য। তবে সবাইকে বুঝতে হবে, এই টেস্ট দলের নাজমুল ৩টি টেস্ট খেলেছে, সাইফ তার দ্বিতীয় টেস্ট খেলতে যাচ্ছে। রাহি, তাকে দেখে মনে হয় ৪০ টেস্ট খেলেছে, কিন্তু খেলেছে মাত্র ৭টি টেস্ট। এবাদত খেলেছে ৪টি। দলটা খুবই অনভিজ্ঞ।’

‘দলের অধিনায়ক দায়িত্ব নিয়েই ভারত, পাকিস্তানের বিপক্ষে অধিনায়কত্ব করেছে। বিশ্বের অন্যান্য অধিনায়কের হাতে ১০০-১৫০ টেস্ট খেলা বোলার আছে। ব্রড খেলেছে ১৩৮ টেস্ট, রাবাদা ৪৩টি, ফিল্যান্ডার খেলেছে ৬৪টি টেস্ট। মিচেল স্টার্ক খেলেছে ৫৭ টেস্ট। সে তুলনায় এটা খুবই অনভিজ্ঞ টেস্ট দল।’

‘আমি বলতে চাচ্ছি, সংবাদমাধ্যমকে ধৈর্য ধরতে হবে। নির্বাচকদেরও কিছু ক্রিকেটারের ওপর ভরসা রাখতে হবে। আমি যে দলের কোচিং করাচ্ছি, এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে এটিই সবচেয়ে অনভিজ্ঞ দল। যদি টেস্ট ম্যাচের সংখ্যা হিসেব করেন। আর আপনারা প্রত্যাশা করছেন, এই দলটি ভারত, পাকিস্তান গিয়ে এক দিনের অনুশীলনেই ওদের সঙ্গে প্রতিযোগিতা করবে!’

‘সুতরাং ধৈর্য ধরুন। ছেলেরা কঠোর পরিশ্রম করছে। সমর্থক ও সংবাদমাধ্যমের সমর্থন ওদের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, আমি কী বলতে চাচ্ছি। ভালো আমাদের খেলতে হবে, ওরা এটা জানে। তবে কিছু সময় দরকার, বড় প্রতিপক্ষের বিপক্ষে প্রতিযোগিতা করতে। সুতরাং ধৈর্য ধরুন। ওরা আপনাদের গর্বিত করবে। কিছু সময় দরকার।’

ডমিঙ্গোর বার্তা ভুল নয়। তার ভাবনাও শতভাগ ঠিক। কিন্তু যেভাবে বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতি গড়ে উঠেছে ডমিঙ্গোর মতো ভাবনার লোকের বড্ড অভাব! মাস ছয়েকের মধ্যেই ডমিঙ্গো বুঝেছেন এখানকার সংস্কৃতি। তাই নিজ থেকেই উদ্যোগ নিয়েছেন ছেলেদের পক্ষাবলম্বন করার।

 

ঢাকা/ইয়াসিন/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়