ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘যত তাড়াতাড়ি’ অলআউট করার লক্ষ্য বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ২২ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘যত তাড়াতাড়ি’ অলআউট করার লক্ষ্য বাংলাদেশের

প্রথম দিন ৬ উইকেট হারিয়ে ২২৮ রান তুলেছে জিম্বাবুয়ে।

টস জিতে ব্যাটিং করতে নেমে ভালো লড়াই করলেও শেষটা ভালো হয়নি জিম্বাবুয়ের। প্রথম সেশনে মাত্র এক উইকেট হারালেও দ্বিতীয় সেশন ও তৃতীয় সেশনে পাঁচ উইকেট হারিয়েছে সফরকারীরা। দিনের খেলা শেষ হওয়ার মাত্র ২ ওভার আগে ফিরেছেন জিম্বাবুয়ের অধিনায়ক ও সেঞ্চুরিয়ান ক্রেইগ আরভিন।

নিয়ন্ত্রিত বোলিংয়ে জিম্বাবুয়ের রান বড় হতে দেয়নি বাংলদেশ। ২.৫৩ রান রেটে এগিয়েছে জিম্বাবুয়ের ইনিংস। দ্বিতীয় দিনও একই পরিকল্পনায় বোলিং করবে বাংলাদেশ। যত তাড়াতাড়ি সম্ভব জিম্বাবুয়েকে অলআউট করার লক্ষ্য বাংলাদেশের।

প্রথম দিন ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার নাঈম হাসান। দিন শেষে ডানহাতি অফস্পিনার এসেছিলেন সংবাদ সম্মেলনে। জানিয়েছেন দ্বিতীয় দিনের পরিকল্পনা, ‘এখন যে অবস্থায় আছি, উইকেটটাও ভালো আছে। আমাদের চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি পারা যায় আউট করা। ’

১০৭ রানের ইনিংস খেলা আরভিনকে ফিরিয়ে দিন শেষে বাংলাদেশ শিবিরে স্বস্তি দিয়েছেন নাঈম। আরভিনের উইকেট নিয়ে নাঈমের ব্যাখ্যা, ‘দিন শেষে তার উইকেটটা পাওয়ার লক্ষ্য ছিল। এখন ওদের নিচের সারির ব্যাটসম্যানরা আছে। এখন চেষ্টা থাকবে ওদেরকে যত তাড়াতাড়ি অলআউট করা।’

নাঈম ৪ উইকেট পেলেও তাইজুল ছিলেন উইকেটশূন্য। বাঁহাতি স্পিনার উইকেট না পাওয়ায় উদ্বিগ্ন নন নাঈম। নিজের সাফল্যর জন্য কৃতিত্ব দিয়েছেন তাইজুলকে।

‘তাইজুল ভাই ওইপাশ থেকে ভালো বোলিং করছে বলেই আমি উইকেট পেয়েছি। দ্বিতীয় দিন যদি আমি এই পাশ থেকে ডট দেই তাহলে তাইজুল ভাই উইকেট পাবে। এটাই বোলিং জুটি।’


ঢাকা/ইয়াসিন/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়