ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

অধিনায়কত্বের সুযোগ পেলেন ডু প্লেসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ২৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অধিনায়কত্বের সুযোগ পেলেন ডু প্লেসি

সাম্প্রতিক বাজে সময় পার করছিলেন সাবেক প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি।

ব্যাটে চলছিল রানের খরা। বিশ্বকাপ পরবর্তী সময় দলের পারফরম্যান্সও ছিল পড়তির মুখে। অবস্থা এতটাই বাজে ছিল টি-টোয়েন্টি অধিনায়কত্বের পদ থেকে ডু প্লেসিকে সরিয়ে দিয়েছিল প্রোটিয়া ক্রিকেট বোর্ড। এ নিয়ে কোনো প্রতিবাদও করেনি ৩৫ বছর বয়সী ডু প্লেসি।

কুইন্টন ডি ককের অধীনে দক্ষিণ আফ্রিকাও ছিল চনমনে। তাই এরপর ওয়ানডে ও টেস্টের অধিনায়কত্ব থেকে নিজ দায়িত্বে সরে যান এ প্রোটিয়া ক্রিকেটার। তবে আবার অধিনায়কত্বের দায়িত্ব পেলেন ফাফ ডু প্লেসি।

না, প্রোটিয়া দলের হয়ে নয়। মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশে এশিয়া অলস্টার্স ও বিশ্ব একাদশের মধ্যকার দুটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে বিশ্ব একাদশের অধিনায়কত্ব করবেন এ প্রোটিয়া ক্রিকেটার। তার দলে আছেন ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, কিয়েরন পোলার্ডের মতো তারকা ক্রিকেটাররাও। এর আগে ২০১৭ সালে পাকিস্তানে বিশ্ব একাদশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচের দলেও ছিলেন ডু প্লেসি।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়