ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বায়ার্নের কাছে ঘরের মাঠে উড়ে গেল চেলসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৮, ২৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বায়ার্নের কাছে ঘরের মাঠে উড়ে গেল চেলসি

ঘরের মাঠে স্রেফ উড়ে গেল চেলসি। প্রথমার্ধে নিজেদের জাল অরক্ষিত রাখলেও দ্বিতীয়ার্ধে ৩ গোল হজম করে দলটি।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে স্টামফোর্ড ব্রিজে বায়ার্ন মিউনিখের কাছে ৩-০ গোলের হার দেখে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল। এরফলে শেষ আটের লড়াইয়ে বুন্দেসলিগায় প্রতিদ্বন্দ্বী আরবি লাইপজিগের বিপক্ষে মুখোমুখি হওয়ার সম্ভাবনা বাড়লো জার্মান চ্যাম্পিয়নদের।

ঘরের মাঠে শুরু থেকে পিছিয়ে ছিল চেলসি। বল দখল বা আক্রমণ কোনো কিছুতেই বায়ার্ন মিউনিখের সঙ্গে পেরে ওঠেনি ল্যাম্পার্ডের দল। প্রথমার্ধে চেলসির গোলমুখে দুটি শট নিলেও জালের দেখা পায়নি বায়ার্ন। আক্রমণ করেছিল চেলসিও। তবে কাঙ্খিত গোল যেন ধরা দেয়নি ২০১১-১২ মৌসুমে বায়ার্নকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা চেলসির হয়েও।

তবে দ্বিতীয়ার্ধে আর নিজেদের জাল রক্ষা করতে পারেনি চেলসি। জার্মান স্ট্রাইকার জিনাব্রি ম্যাচের ৫১ মিনিটে রবার্ট লেভানদোভস্কির পাসে করেন প্রথম গোল। তিন মিনিট পর আবার গোল করে ব্যবধান দ্বিগুণ করেন জিনাব্রি। এ নিয়ে লন্ডনে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে এসে ২ ম্যাচে ৬ গোল হল জিনাব্রির। এর আগে টটেনহ্যামের বিপক্ষে ১ ম্যাচে ৪ গোল করেছিলেন জিনাব্রি।

৭৬ মিনিটে গোল করেন পোলিশ তারকা লেভানদোভস্কিও। বায়ার্নও এগিয়ে যায় ৩-০ গোল ব্যবধানে। মরার উপর খাড়ার ঘা হিসেবে শেষদিকে লালকার্ড দেখে চেলসির নির্ভরযোগ্য ডিফেন্ডার মার্কোস অলোনসো।

আগামী ১৮ মার্চ আলিয়াঞ্জ অ্যারেনায় হবে দুই দলের শেষ ষোলোর ফিরতি লেগ।



ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়