ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

‘মাশরাফি ভাইয়ের অধীনে খেলতে পারা সৌভাগ্যের’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ২৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মাশরাফি ভাইয়ের অধীনে খেলতে পারা সৌভাগ্যের’

শেষ ঢাকা লিগে নাঈম শেখ শুধু নিজেকে চেনানই নি, নির্বাচকদের তাকে দলে নিতে বাধ্য করেছিলেন। সত্যিই কি তাই নয়?

১৬ ম্যাচে ৫৩.৮০ গড়ে ৮০৭ রান। ৩ সেঞ্চুরির সঙ্গে ৫ হাফ সেঞ্চুরি। তাতে খুলে যায় জাতীয় দলের দুয়ার। প্রথম টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েছেন। এখন ওয়ানডেতে।

সব কিছু ঠিকঠাক থাকলে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেকও হয়ে যেতে পারে এ ওপেনারের। অপেক্ষার প্রহর গুণছেন নাঈমও। ঢাকা থেকে সিলেটে উড়াল দেওয়ার আগে গণমাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন।

‘ভালো লাগছে, ওয়ানডে দলে ডাক পেয়েছি। সাদা বলের খেলা খুব উপভোগ করি। লাল বলে সম্প্রতি খুব একটা ভালো সময় যায়নি। বাড়িতে গিয়ে সাদা বলে কাজ করেছি। কিছু জিনিস আমাকে বলে দেওয়া হয়েছে কাজ করার জন্য। এসব নিয়েই কাজ করছি। প্রস্তুতি সব মিলিয়ে ভালো। মূল একাদশে যদি সুযোগ পাই, আমার ১০০% দেওয়ার চেষ্টা করব।’

নাঈমের টি-টোয়েন্টি অভিষেক মাহমুদউল্লাহ রিয়াদের অধীনে। পাঁচ টি-টোয়েন্টি খেলেছেন তার নেতৃত্বে। এবার নাঈমের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের সফলতম অধিনায়কের নেতৃত্বে খেলার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন নাঈম।

‘ভাগ্যবান আমি। মাশরাফি ভাইয়ের অধীনে খেলতে পারছি। বয়স ভিত্তিক ক্রিকেট থেকেই ধাপে ধাপে চিন্তা করেছি, কিভাবে খেলা উচিত। এখন জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছি। অবশ্যই আমি ভাগ্যবান।’

নাঈম বিশ্বাস করেন সবশেষ ঢাকা লিগ পাল্টে দিয়েছে তার জীবন। কিন্তু সামনে এগিয়ে যেতে তাকে আরও ভালো পারফর্ম করতে হবে। সেজন্য পুরোনো সাফল্য ভুলে সামনে তাকিয়ে বাঁহাতি ব্যাটসম্যান।

‘ওটা (গত প্রিমিয়ার লিগ পারফরম্যান্স) চলে গেছে। এখন সামনে যা আছে এসব নিয়ে ভাবছি। যেভাবে প্রস্তুতি নিয়েছি সেটা কাজে লাগানোর চেষ্টা করব।’


ঢাকা/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়