ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘করোনা’ আতঙ্কে স্থগিত হবে লা লিগা!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৩, ২৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘করোনা’ আতঙ্কে স্থগিত হবে লা লিগা!

ইউরোপেও ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। ইতালিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। স্পেনেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার পর্যন্ত ১৫ জন আক্রান্ত হয়েছে স্পেনে। করোনা ভাইরাস নিয়ে রীতিমতো আতঙ্কে আছে সবাই। ব্যতিক্রম নন স্প্যানিশ লা লিগার সভাপতি জাভিয়ের তেবাস। যদি প্রয়োজন দেখা দেয় তাহলে লিগ স্থগিত করবেন। এমন পরিকল্পনা নিয়ে রেখেছেন তিনি।

তিনি বলেছেন, ‘ইতিমধ্যে আমরা একটা জরিপ চলিয়েছে। পাশাপাশি জরিপ চালিয়ে যাচ্ছি যে কোন কোন পরিস্থিতিতে ম্যাচ স্থগিত করার প্রয়োজন হবে। সেগুলো যদি সামনে আসে তাহলে ম্যাচ স্থগিত করার পরিকল্পনা করে রেখেছি। ইতিমধ্যে আমরা আমাদের জরিপের ফল উয়েফাকেও পাঠিয়ে দিয়েছি। যদিও এখানে তাদের কোনো এখতিয়ার নেই।’

‘আমরা অবশ্য ম্যাচ হওয়াটাকে অগ্রাধিকার দিচ্ছি। আমরা চাই ঠিকঠাক মতো লিগের ম্যাচগুলো শেষ করতে। কিন্তু পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে ভিন্ন চিন্তাও মাথায় রেখেছি। পরিস্থিতি অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিব যে রুদ্ধদ্বার ম্যাচ হবে নাকি লিগ স্থগিত করতে হবে।’ যোগ করেন তিনি।

লা লিগায় ইতিমধ্যে প্রত্যেকটা দল ২৫টি করে ম্যাচ খেলে ফেলেছে। প্রত্যেকটা দলের এখনো ১৩টি করে ম্যাচ বাকি রয়েছে।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়