ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘চারদিনের ম্যাচকে টেস্ট বলা যায় না’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ২৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘চারদিনের ম্যাচকে টেস্ট বলা যায় না’

আইসিসির তরফ থেকে প্রস্তাব করা হয়েছে ২০২৩ সাল থেকে টেস্ট ম্যাচের দৈর্ঘ্য চারদিনে নামিয়ে আনার। তবে সে প্রস্তাবের সঙ্গে দ্বিমত জানিয়েছে অনেক ক্রিকেটার।

এবার আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলেও দ্বিমত জানিয়েছে চারদিনের টেস্ট ইস্যুতে। আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহার চারদিনের টেস্ট আনার বিষয়ে বলেছিলেন, ‘টেস্ট ক্রিকেট মরে যাচ্ছে। পাঁচদিনের টেস্ট তার জৌলুস হারাচ্ছে। টেস্ট ক্রিকেটকে বাঁচাতে এর দৈর্ঘ্য একদিন কমিয়ে আনা উচিত।’

কুম্বলের যত আপত্তি এ কথা নিয়ে। সাবেক এ ভারতীয় স্পিনার মনে করেন, টেস্ট খেলা এখনো আগের আবেদন ধরে রেখেছে। কেবল দর্শকদের দেখার রুচি বদলেছে। দর্শকরা এখন মাঠে না এসে টেলিভিশন বা ডিজিটাল মাধ্যমে দেখতে অভ্যস্ত হয়ে উঠেছে। ভারতীয় ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকার ও বর্তমান অধিনায়ক বিরাট কোহলি এর আগে চারদিনের টেস্টের বিরোধিতা করেছেন।

তাদের সঙ্গে সুর মিলিয়ে টেস্টের এক ইনিংসে ১০ উইকেট পাওয়া কুম্বলে বলেন, ‘আমি খেলোয়াড়দের মন মানসিকতা যতটুকু বুঝি তাতে আমার মনে হয় না, কোনো ক্রিকেটার চায় টেস্ট চারদিনের হোক। টেস্ট ম্যাচ মানেই পাঁচ দিন। এর চেয়ে একদিন কমে গেলে সেটা আর টেস্ট ম্যাচ থাকে না। এবং এ বিষয়ে আমি একদম পরিষ্কার।’

চারদিনের টেস্ট নিয়ে বিশ্বেজুড়ে হাইপ সৃষ্টি হলেও কুম্বলে জানান, আইসিসি বর্তমানে এটা নিয়ে কোনো আলোচনা করছে না। চার দিনের টেস্ট নিয়ে কুম্বলে আরো যোগ করেন, ‘বছর দুয়েক আগে এ নিয়ে একবার কথা উঠেছে। তবে আমার মনে হয় না এ নিয়ে আর কোনো কথা এগিয়েছে। তবে আমার ভালো লাগছে এ ভেবে যে, খেলোয়াড়েরা এখনো বিশ্বাস করে টেস্ট ক্রিকেট মানে পাঁচদিন। আর তারা এটাই চায়।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়