ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘নিজেদের দিনে যারা ভালো খেলবে তারাই জিতবে’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ২৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘নিজেদের দিনে যারা ভালো খেলবে তারাই জিতবে’

১ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ। তার আগে আজ সিলেটে প্রথমবারের মতো অনুশীলনে নামলো দুই দল।

জিম্বাবুয়ে আজ সকালে অনুশীলন করেছে। কাল বিকালে অনুশীলনে নামবে। এ সিরিজের আগে টানা ১৩ ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে জিতেনি জিম্বাবুয়ে। সর্বশেষ জিতেছে সাত বছর আগে। এ সিরিজ দিয়ে কি ভাঙতে পারবে গেরো? জিম্বাবুয়ের অধিনায়ক চামু চিবাবা মনে করেন এটি সম্ভব। তার জন্য নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে হবে। তাহলে নিজেদের দিনে জয় পাওয়া অসম্ভব কিছু নয়।

‘নিজেদের দিনে যে কোনো দল জিততে পারে। ম্যাচের দিন যারা সেরা ক্রিকেট খেলবে তাদের ম্যাচ জেতার সম্ভাবনাই বেশি। আমরা নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারলেই ফলাফল আমাদের পক্ষে আসবে।’-বলেন জিম্বাবুইয়ান অধিনায়ক।

এছাড়াও বাংলাদেশকে নিজেদের দ্বিতীয় বাড়ি হিসেবে দাবি করেন চিবাবা। এখানের কন্ডিশন সম্পর্কে খুব ভালো ধারণা রয়েছে বলে এবার কিছু ম্যাচ জিতে ফিরতে চান জিম্বাবুয়ের নতুন এ ওয়ানডে অধিনায়ক, ‘বাংলাদেশ আমাদের কাছে দ্বিতীয় বাড়ির মতো। আমরা জানি এখানে কি প্রত্যাশা করা উচিত। আমরা জয়ের পরিকল্পনা সাজাচ্ছি। আশা করি আমরা ভালো পারফলম্যান্স করতে পারবো আর কিছু জয় নিয়ে ফিরতে পারবো।’

এছাড়াও এবার সাকিবহীন বাংলাদেশ নামছে জিম্বাবুয়ের বিপক্ষে। এরফলে কিছুটা বাড়তি সুযোগ পাবে জিম্বাবুয়ে। এমনটাই মনে করেন চিবাবা, ‘সাকিব বাংলাদেশের অনেক বড় খেলোয়াড়। সে একাই দুজনের কাজ চালিয়ে দিতে পারে। সাকিব তাদের দলে না খেলা আমাদের জন্য অনেক বড় সুযোগ। কারণ সে অসাধারণ ক্রিকেটার।’

এদিকে ওয়ানডে সিরিজে খেলার জন্য জিম্বাবুয়ে থেকে উড়ে এসেছেন টেস্টে না থাকা পাঁচ ক্রিকেটার। সবাই ওয়ানডে সিরিজ উপলক্ষে অনুশীলনে নিজেদের সর্বোচ্চ দিচ্ছে বলে জানান চিবাবা, ‘ছেলেরা মাঠে নিজেদের সর্বোচ্চটা দিতে কঠোর পরিশ্রম করছে।’

এদিকে সিলেটের সবুজ উইকেট ভালো লেগেছে চিবাবার। আশা করছেন হাই স্কোরিং ম্যাচ হবে এখানে। আর রাতে শিশির পড়লেও সেটি খুব একটা প্রভাব ফেলবে না ম্যাচে এমনটাই প্রত্যাশা জিম্বাবুইয়ান এ অধিনায়কের।

‘উইকেট প্রাণবন্ত লেগেছে। কিছু ঘাস দেখা যাচ্ছে। তবে গ্রাউন্ডসম্যান বলেছে এগুলো কেটে ফেলবে। এছাড়াও জানিয়েছে শিশির পড়ে। তবে আশা করি সেটি খুব বড় সমস্যা হবে না। আমরা কাল সন্ধ্যায় অনুশীলন করবো। দেখি শিশির কেমন। আর এ মাঠের আউটফিল্ড কুইক মনে হয়েছে। আশা করি হাই স্কোরিং ম্যাচই হবে।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়