ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

লাল পাসপোর্ট, গাড়ি-বাড়ি নিইনি: মাশরাফি

সিলেট থেকে ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লাল পাসপোর্ট, গাড়ি-বাড়ি নিইনি: মাশরাফি

ক্রিকেটার পরিচয় বাদেও মাশরাফি বিন মুর্তজা এখন জনপ্রতিনিধি। নিজের জন্মস্থান নড়াইল-২ আসনের নির্বাচিত সাংসদ মাশরাফি।

সাংসদ হওয়ার সুবাদে সরকার থেকে অনেক সুযোগ সুবিধা গ্রহণের সুযোগ থাকে। কিন্তু সেসব থেকে নিজেকে দূরে রেখেছেন মাশরাফি। কেন? মাশরাফির সোজাসাপ্টা উত্তর, ‘আমি আসলে এসব থেকে সবসময়ই দূরে থাকতেই পছন্দ করেছি এবং দূরে থাকাটা ভালো মনে করি।’

হঠাৎ এমন কথা কেন আসল ক্রিকেট মাঠে। বৃহস্পতিবার মাশরাফি বিন মুর্তজা অধিনায়কত্বের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। ক্রিকেট যেখানে অনেক জনপ্রিয় সেখানে মাশরাফি ছিলেন অধিনায়ক। অধিনায়ককরা এমনিতেই থাকেন মুকুট হয়ে। পাশাপাশি মাশরাফির ব্যক্তিগত ইমেজ ছিল আকাশছোঁয়া। সব মিলিয়ে সারাবিশ্বে মাশরাফির জনপ্রিয়তা ছিল তুঙ্গে। সেই মাশরাফির কাছ থেকে একদিন পরই চলে যাচ্ছে অধিনায়কত্বের মুকুট। এসব ভাবনা কতোটা কষ্টের?

বিদায় বেলায় সরাসরি জানালেন, ‘এসব নিয়ে কখনো ভাবিনি।’ আর উদাহরণ টেনে বললেন, ‘অধিনায়কত্ব যখন শুরু করেছি কখনো অনুভব করিনি বাড়তি কিছু। আবার এখন আমার আরেকটা পরিচয় এমপি; এটাও অনুভব করি না। লাল পাসপোর্ট নিইনি, গাড়ি নিইনি, বাড়ি নিইনি। আমি আসলে এসব থেকে সবসময়ই দূরে থাকতেই পছন্দ করেছি এবং দূরে থাকাটা ভালো মনে করি। ’

নিজের অধিনায়কত্ব, চেয়ারের ভার নিয়ে তার ভাবনা পরিস্কার করেছেন খুব সহজভাবে, ‘আমি যখন এই চেয়ারটা পেয়েছি, সম্ভাব্য সবকিছু ছিল এই চেয়ারটা পাওয়ার মতো। ভালো যা কিছু করতে থাকব, এই চেয়ারটা আমার কাছে আসতে থাকবে। যখনই এই চেয়ারটা পেলাম, তখনই ওখানে শেষ লেখা হয়েছে। এই চেয়ার পাওয়ার আকাঙ্ক্ষা আমার কাছে নাই। আমি জিনিসটা এভাবে দেখি, যে জিনিসটা আমি অর্জন করব বা অর্জন করতে যাচ্ছি তা পাওয়ার পর ওটার মূল্য আর নাই। তখন সেটার মূল্যায়ন হবে আমি কীভাবে এটার প্রয়োগ করেছি।’

বাংলাদেশ ক্রিকেটের খোঁজখবর বেশ ভালোভাবে রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাশরাফির অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তটা কি আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন? সংবাদ সম্মেলনে আসল এমন প্রশ্নও। মাশরাফি হেসে উত্তর দিয়েছেন এভাবে, ‘প্রধানমন্ত্রী খেলাটাকে পছন্দ করেন অনেক। আপনারাও দেখেছেন সবসময়। প্রধানমন্ত্রী খেলার খোঁজখবর রাখেন। কিন্তু দেশের এতকিছুর দায়িত্বের ভেতরে থেকে এসব ছোটখাটো বিষয় বা ওনার কাছে যাওয়া, বিরক্ত করা আমার কাছে মনে হয় না প্রয়োজন আছে। তারপরও কোনো না কোনোভাবে তিনি এটা জানেন। আমি আশা করছি সবাই আমাকে সমর্থন করেছেন। তিনিও করেছেন।’


সিলেট/ইয়াসিন/আমিনুল 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়